রবিবার থেকে প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ টিকা

Follw Us Now

এখন ভারত : দেশজুড়ে ১০ এপ্রিল থেকে প্রাপ্তবয়স্কদের দেওয়া হবে করোনা ভাইরাস টিকার বুস্টার ডোজ। এমনটাই ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।  আপাতত শুধুমাত্র বেসরকারি কেন্দ্র বা হাসপাতাল থেকেই মিলবে বুস্টার ডোজ।  একই সঙ্গে কোভিশিল্ডের বুস্টার ডোজের দাম ঘোষণা করল সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। সেরামের তরফে জানানো হয়েছে,  কোভিশিল্ডের প্রতিটি ডোজের দাম ৬০০ টাকা। 

তবে কেন্দ্র জানিয়েছে, বিনামূল্যে টিকাকরণ প্রকল্পের আওতায় সরকারি টিকা কেন্দ্র থেকে করোনার দু’টি টিকা আগের মতোই পাওয়া যাবে। পাশাপাশিই স্বাস্থ্যকর্মী, প্রথম সারির কোভিডযোদ্ধা এবং ষাটোর্ধ্বদের দেওয়া হবে বুস্টার টিকা। যাঁরা করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পর ন’মাস কেটে গিয়েছেন, তাঁরা ‘প্রিকশন ডোজ’ বা বুস্টার ডোজ নিতে পারবেন। 

দেশে এখন পর্যন্ত ২.৪ কোটি মানুষকে কোভিড ভ্যাকসিনের টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে প্রায় ৮২  শতাংশ মানুষকে দেওয়া হয়েছে কোভিশিল্ড। এছাড়াও দেশের বাকি মানুষেরা নিয়েছেন কোভ্যাকসিন, করবোভ্যাক্স ও রাশিয়ার স্পুটনিক ভি-এর মতো ভ্যাক্সিন। তবে করোনাকে দেশ থেকে সম্পূর্ণ নির্মূল করতে জোর কদমে চলছে টিকাকরণ কর্মসূচি।

ট্রেন্ডিং খবর