মেন ইন ব্লু নাকি সবুজ ব্রিগেড? ২৮ শে আগস্ট ২২ গজে কে জয়ী হবে? কি বললেন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি?

Follw Us Now

এখন ভারত : একসময় ২২ গজে দাপটের সাথে ব্যাটিং করতে দেখা গেছে তাকে। ভারত পাক ম্যাচে তার ওপর থাকতো বিশেষ নজর। তিনি প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এশিয়া কাপে আগামী রবিবার মুখোমুখি হবে ভারত পাকিস্তান। ভারত পাক ম্যাচ মানে এক আলাদা উন্মাদনা। শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। সেবার হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

ইতিমধ্যেই রবিবারের ম্যাচ কে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। এশিয়া কাপের ভারত-পাক ম্যাচে জয়ের হাসি কে হাসবে? এই নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা। রোহিত শর্মার মেন ইন ব্লু কী পারবে জয়ী হতে? নাকি আবারো বাবার আজমের সবুজ ব্রিগেড শেষ হাসি হাসবে? এই নিয়ে নিজেদের মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির মতামত জানতে চাওয়া হলে তিনি কি বলেছেন জানেন?

এমনিতে বাবার আজমের সবুজ ব্রিগেডকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে পাক সমর্থকদের। তারুণ্যে ভরপুর এই দল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে পরাস্ত করেছে। এশিয়া কাপেও ভারতের বিরুদ্ধে পাকিস্তান তেমনি ফলাফল করবে বলে আশা পাক ক্রিকেটপ্রেমীদের। তবে আবেগে ভাসতে রাজি নন শাহিদ আফ্রিদি। ক্রিকেট যে কতটা আনপ্রেডিক্টেবল তা খুব ভালো মতন বোঝেন তিনি। তাই আবেগে ভেসে না গিয়ে যথার্থ কারণ দেখিয়ে মন্তব্য করেছেন তিনি। “যে দলের  ভুলের পরিমাণ কম থাকবে তারাই জিতবে” বলে জানিয়েছেন তিনি।

অর্থাৎ মেন ইন ব্লু বা সবুজ ব্রিগেড কাউকেই ২২ গজের মেগা লড়াইয়ে  এগিয়ে রাখতে চাননি তিনি। তারই ডিপ্লোম্যাটিক জবাব কিছুটা হলেও অবাক করেছে পাক সমর্থকদের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত পাক ম্যাচের ভবিষ্যৎবাণী করে ট্রোলড হতে হয় হরভজন সিং কে।  এশিয়া কাপের ভারত-পাক ম্যাচের  আগে এমন কোন মন্তব্য করে নয়া কোন বিতর্ক সৃষ্টি করতে চাননি শাহিদ আফ্রিদি। ভেবেচিন্তে অনুরাগীর প্রশ্নের উত্তরে নিজের মতামত ব্যক্ত করেছেন এই প্রাক্তন পাক ক্রিকেটার।

ট্রেন্ডিং খবর