মদের হোম ডেলিভারি করতে লঞ্চ হল এই নয়া অ্যাপ

Follw Us Now

 

এখন ভারত : রাজ্যে চালু হল এক বিশেষ অ্যাপ যার মাধ্যমে মাত্র ১০ মিনিটের মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে মদ। সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে ওই অ্যাপটিকে লাইসেন্স দেওয়া হয়েছে। ইতিমধ্যে বুজি নামে অ্যাপটি কলকাতায় এই পরিষেবা শুরু করেছে। হায়দ্রাবাদের ইনোভেন্ট টেকনোলজি নামে একটি স্টার্টআপ এই অ্যাপটি তৈরি করেছে। কলকাতা ছাড়াও আরও বেশ কয়েকটি শহরে এই অ্যাপের মাধ্যমে পরিষেবা দেওয়া হবে।

এই অ্যাপটিতে অ্যাডভান্স মেশিন লার্নিং ব্যবহার করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা নিজের বাড়ির কাছের কোনও দোকান পছন্দ করতে পারবেন এবং সেখান থেকে যে কোনও ব্র্যান্ডের মদ অর্ডারও করতে পারবেন। আর অর্ডার করার ১০ মিনিটের মধ্যে তা হাজির হয়ে যাবে আপনার বাড়িতে। এই অ্যাপের মাধ্যমে সর্বনিম্ন ৫০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা ডেলিভারি চার্জ করা হবে। 

বর্তমানে মোট ৭টি দোকান ওই অ্যাপে অনবোর্ড করা হয়েছে। তার মধ্যে রয়েছে সল্টলেকের এবং উত্তর কলকাতার বেশ কয়েকটি দোকান। তবে আগামী ৪৫ দিনের মধ্যে ৫০টি দোকান অনবোর্ড করা হবে। প্রাথমিকভাবে কলকাতায় মদের হোম ডেলিভারি চালু করা হচ্ছে। তবে আগামীদিনে সব জেলাতেও শুরু করা হবে। মদ ডেলিভারির পাশাপাশি বিভিন্ন বার, ক্লাবে কবে কী অনুষ্ঠান রয়েছে, কত অফার চলছে, কীভাবে বুকিং করবেন, কোন রাজ্যে মদের দাম কত, কোনও একটি ব্র্যান্ডের কত প্রোডাক্ট রয়েছে এসব জানা যাবে। তবে ওই অ্যাপের তরফে জানানো হয়েছে, অপ্রাপ্তবয়স্করা এই অ্যাপের মাধ্যমে মদ অর্ডার করতে পারবেন না। 

ট্রেন্ডিং খবর