মদের নেশায় নিজের বুকেই ছুরির কোপ মারলেন ব্যক্তি

Follw Us Now

এখন ভারত : নেশা করলে মানুষ নিজের মধ্যে থাকে না। একথা আগে বহুবার প্রমাণ মিলেছে। কিন্তু মদের নেশায় চুর হয়ে এক ব্যক্তি যা করলেন তা, দেখে রীতিমত আঁতকে উঠতে হয়। মদ খেয়ে নিজের বুকে ক্রমাগত ছুরির কোপ মারলেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। 
ভিডিওতে দেখা যাচ্ছে, মদ্যপান করে ‘নায়ক নেহি, খলনায়ক হুঁ ম্যায়’ গানে নেচে মত্ত কয়েকজন। তাদের মধ্যে একজন সেসময় এই ভিডিও করছিলেন। হঠাৎ এক ব্যক্তির বুক থেকে রক্ত ঝরতে দেখা যায়। ঘটনাটি দেখে অন্যরা চমকে যায়।


বনগাঙ্গা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুশওয়াহা নগরের বাসিন্দা ৩৮ বছরের গোপাল সোলাঙ্কি বৃহস্পতিবার নেশাগ্রস্ত ছিলেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে এদিন বিকেলে ডিজে বাজিয়ে উদ্দাম নাচ করছিলেন। মদ খেয়ে এতটাই বেহুশ ছিলেন যে, তাঁর নিজের হাতে থাকা ছুরির তীক্ষ্ণ ফলা দিয়ে বেশ কয়েকবার নিজের বুকে আঘাত করেন। বুক ভেদ করে সেই ছুরি গিয়ে লাগে সরাসরি হৃদপিন্ডে। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে। জামা ভিজে ওঠে রক্তে। কিন্ত বিন্দুমাত্র অনুভূতি ছিল না গোপালের। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। চিকিৎসা চলাকালীন ওই ব্যক্তির মৃত্যু হয়। নেশার ঘোরে নিজেকে খুন করে বসলেন তিনি।

 

ট্রেন্ডিং খবর