ভারতীয় নোটে রবীন্দ্রনাথ বা কালামের ছবি নয়, সাফ জানাল আরবিআই

Follw Us Now

এখন ভারত : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ভারতীয় মুদ্রা এবং ব্যাঙ্কনোটে আপাতত কোনও পরিবর্তন করা হচ্ছে না। 

প্রসঙ্গত, মহাত্মা গান্ধীরসোমবার  পাশাপাশি এবার নোটে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মিসাইল ম্যান এপিজে আবদুল কালামের ছবি ছাপা হবে বলে জানা গিয়েছিল। আরবিআই সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছিল। এমনকি রিজার্ভ ব্যাংক এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডিয়ার এমেরিটাস প্রফেসর দিলিপ টি সাহানিকে রবীন্দ্রনাথ ও কালামের কয়েকটি জলছাপ পাঠিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি মহাত্মা গান্ধীরও নতুন একটি জলছাপ তাঁর কাছে পাঠানো হয়েছে। কারণ বর্তমানে ভারতীয় টাকায় মহাত্মা গান্ধীর যে ছবি ছিল তাও এবার বদলাতে চলেছে। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রবীন্দ্রনাথ এবং কালামের ছবি নোটে ছাপানো নিয়ে কেন্দ্র সম্প্রতি একটি উচ্চপর্যায়ের বৈঠক করে। যেখানে মার্কিন ডলারে সে দেশের বিভিন্ন ব্যক্তিত্বের ছবি ছাপা নিয়ে আলোচনা হয়। 

বৈঠকে উপস্থিত আধিকারিকরা জানান, মার্কিন ডলারে জর্জ ওয়াশিংটনের পাশাপাশি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, টমাস জেফারসন, অ্যান্ড্রু জ্যাকসন, আলেক্সজান্ডার হ্যামিলটনেরও ছবি রয়েছে। ডলারে রয়েছে আব্রাহাম লিঙ্কনের মতো ব্যক্তিত্বদের ছবি।

আর এসবের পরই এদিন রিজার্ভ ব্যাঙ্কের তরফে বিবৃতি দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়, রিজার্ভ ব্যাঙ্ক এ নিয়ে এখনও পর্যন্ত তেমন কোনও প্রস্তাবই দেয়নি। 

ট্রেন্ডিং খবর