এখন ভারত : মহাসমারোহে এক ছাগলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ইন্দোনেশিয়ার এক ব্যক্তি। জানা গিয়েছে, গত রবিবার, ইন্দোনেশিয়ার গ্রেসিনের বেনজেং জেলার ক্লাম্পক নামক একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। যেখানে ৪৪ বছর বয়সী সইফুল আরিফ জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন একটি মহিলা ছাগলকে। ছাগলটির নাম শ্রী রাহায়ু বিন বেজো।
বিয়ের অনুষ্ঠানে লোকজনের উপস্থিতিতে বরের সাজে সেজে ইন্দোনেশিয়ার জাভানিস পোশাক পরে সইফুল উপস্থিত হয়েছেন। পাশাপাশি সেখানে দেখা যায় একটি সাদা রংয়ের ছাগলকেও। তাকেও ভালোভাবে সাজানো হয়। একেবারে নিয়ম মেনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। সইফুল মোট ২২,০০০ রুপাইয়া অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১১৭ টাকার যৌতুক দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে সইফুল স্বীকার করে নিয়েছেন যে নেহাত কন্টেন্টের জন্যই তিনি ওই ভিডিওটি তৈরি করেছেন। তাঁর লক্ষ্য ছিল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা। ভিডিওটির পরিপ্রেক্ষিতে নেটিজেনরা নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।
নেহাত কন্টেন্টের উদ্দেশ্যে এমন ভিডিও বানানো যে মোটেও উচিত হয়নি তা নিয়ে প্রায় সকলেই একমত। পাশাপাশি সইফুলের সমালোচনাও করেছেন তাঁরা। একজন লিখেছেন, ‘এটা আদৌ কোনো ভালো ভিডিও নয়।’ আরেকজন লিখেছেন, ‘এমন ভিডিওই সমাজের ক্ষতি করে।’ ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, এই ঘটনার পরিপ্রক্ষিতে সইফুল ক্ষমাও চেয়েছেন।