বেহালায় অগ্নিকান্ডে পুড়ে ছাই ২৪টি দোকান

Follw Us Now

 

এখন ভারত : বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল প্রায় ২৪টি দোকান। রবিবার  ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বেহালার চৌরাস্তা এলাকায়। এদিন কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে, এমনই অভিযোগ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। সর্বস্ব খুইয়ে মাথায় হাত তাদের। বেহালার চৌরাস্তায় ১২১ নম্বর ওয়ার্ডের রাজা রামমোহন রায় রোডের পাশে বাজারের কাছেই বড়িশা স্কুল।  অগ্নিকান্ডের জেরে বড়িশা স্কুলেও আংশিক ক্ষতি হয়েছে। ভেঙে গিয়েছে স্কুলের কাচের জানালা। ক্ষতিগ্রস্ত হয়েছে জলের ট্যাঙ্কও।

 

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে ৪টে নাগাদ চৌরাস্তায় বাজারে আচমকাই আগুন লাগে। দাও দাও করে জ্বলে ওঠে আগুন। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই বহু দোকান।

এদিনের অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন  দোকানদাররা। ঠিক কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও পর্যন্ত দমকল সূত্রে কিছু জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বেহালা বাজারে উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে দমকল বাহিনীর আধিকারিক ও পুলিশ।

ট্রেন্ডিং খবর