এখন ভারত : বুর্জ খালিফার ২২টি ফ্ল্যাটের মালিক কেরালার এক সাধারণ মেকানিক জর্জ ভি. নিরেপারম্বিল। কিন্তু তাঁকে সাধারণ মেকানিক ভাবলে ভুল করবেন! আজ জর্জ একজন খুব সফল ব্যক্তি। জর্জের জন্ম কেরালার এক কৃষিনির্ভর খ্রিস্টান পরিবারে। একসময় দারিদ্র্যপীড়িত জর্জের এখন বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফায় ২২টি ফ্ল্যাট রয়েছে।
জর্জ ১১ বছর বয়সে তাঁর বাবার সঙ্গে কাজ শুরু করেন। জর্জের গ্রামে বহু লোক তুলোর ব্যবসা করত। জর্জ বীজ পরিষ্কার করে সেগুলো থেকে আঠা তৈরি করতে শুরু করে। এভাবেই তাঁর নিজের ব্যবসা শুরু হয়। কিছুদিন মেকানিকের কাজও করেন তিনি। মেকানিকের কাজ করার সময় তিনি শারজাহ চলে আসেন। জর্জ বলেন, ‘আমি সবসময় স্বপ্ন দেখতাম। আমি কখনই স্বপ্ন দেখা ছাড়ব না।’
কিন্তু জর্জ এতগুলো বাড়ি নিয়ে কী করবেন? এর পেছনেও একটা গল্প আছে। জর্জ একবার তাঁর আত্মীয়দের বুর্জ খালিফা দেখাতে গিয়েছিলেন। কিন্তু তিনি প্রবেশ পাননি। জর্জের আত্মীয়রা তাঁকে নিয়ে মজা করে। এতে তিনি অপমানিত বোধ করেন এবং ৬ বছর পর ওই একই বিল্ডিংয়ে 22টি ফ্ল্যাট কেনেন। বুর্জ খালিফায় বাড়ির দাম এত যে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রতিটি ফ্ল্যাটের দেওয়ালে সোনার বর্ডার রয়েছে, তা মেঝে হোক বা টয়লেট। প্রথমে জর্জ সেখানে ১টি বাড়ি ভাড়া নেন। বর্তমানে তিনি বেশ কয়েকটি ফ্ল্যাটের মালিক। আজ তিনি তাঁর কাসারকোদে গ্রামে একটি বাঁধ তৈরি করতে চান।