বিশ্বের দীর্ঘতম গাড়ি, আছে হেলিপ্যাড, সুইমিং পুল, দেখুন এর অন্দরসজ্জা

Follw Us Now

গাড়ির মধ্যেই সুইমিংপুল। এটির উপর ল্যান্ড করতে পারে হেলিকপ্টার। শুনে অনেকেই অবাক হবেন। কারণ, একটি গাড়ির লম্বায় আর কত বড়ো হতে পারে। খুব বেশি হলে চল্লিশ ফুট। এর থেকে বড় হয়তো সম্ভব নয়। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। পৃথিবীর সবচেয়ে লম্বা গাড়ির দৈর্ঘ্য হল ১০০ ফুট।

গিনেস বুক অফ ওয়ার্ল্ডে এই গাড়িটি আমেরিকান ড্রিম নামে পরিচিত। অসাধারণ ইঞ্জিনিয়ারিং এর কারণে পৃথিবীর সব গাড়ি থেকেই ব্যতিক্রমী এটি।

জানা যায়, এই গাড়ির সাজসজ্জা অবাক হওয়ার মতোই। এর ছাদে ল্যান্ড করতে পারে হেলিকপ্টার। ভিতরে আছে বাথ টব, সুইমিংপুল, টিভি, ফ্রিজ, গলফ খেলার মাঠ প্রভৃতি। ১৯৮৬ সালে প্রথমবার গাড়িটি গিনেস বুকে ওঠে। তখন এর দৈর্ঘ্য ছিল ৬০ ফুট। ছিল ২৬টি চাকা। এরপর এই গাড়িটি দৈর্ঘ্য আর কিছুটা বাড়ানো হয়।

অসাধারণ ইঞ্জিনিয়ারিং এর কারণে পৃথিবীর সব গাড়ি থেকেই এটি ব্যতিক্রমীই বটে। এত বড় বিলাসবহুল গাড়িতে উঠলে, আর ফাইভ স্টার হোটেলে যাওয়ার প্রয়োজন হয় না। এই গাড়িতে রয়েছে সুইমিংপুল টিভি, ফ্রিজ প্রভৃতির ব্যবস্থা। তথ্য অনুসারে প্রায় ৭৫ জন যাত্রী গাড়িতে উঠতে পারে। হোন্ডা সিটির সিডেন টাইপ সাতটি গাড়ি পরপর রাখলে এর সমান হবে।

হলিউড চলচ্চিত্রে ব্যবহারের জন্য গাড়িটি তৈরি করে ক্যালিফোর্নিয়ার ‘কাস্টম কার গুরু’ হিসেবে পরিচিত জয় অহরবার্গ। তবে এতো বিশাল সাইজের চমৎকার এই যানটি সড়কে চলাচলের অনুমতি পায়নি কখনও। সরু পথে এটি পরিচালনা বা ড্রাইভিং করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। ২০১৪ সালে নিউইয়র্ক অটোসিয়াম অটোমোটিভ টিচিং জাদুঘর ঘোষণা করে যে, আমেরিকান ড্রিম লিমোজিনকে সংরক্ষণ করা হবে। 

ট্রেন্ডিং খবর