বাণী বন্দনায় ঢাকের লড়াই

Follw Us Now

 এখন ভারত : অনুষ্ঠিত হতে চলেছে এক অভিনব প্রতিযোগিতা। বর্ণাঢ্য ঢাকের লড়াই। বাগদেবীর আরাধনা উপলক্ষে এই অনুষ্ঠানে আয়োজন করেছে শ্বাসপুর প্রদীপ সংঘ ক্লাব। 

আর দিন কয়েক পরেই বাগদেবীর আরাধনার মেতে উঠবে পড়ুয়ারা। এই পূজোকে কেন্দ্র করে শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন ক্লাবের তরফেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেইমতো কালনা গ্যাস গোডাউন মোড়ে অবস্থিত শ্বাসপুর প্রদীপ সংঘ ক্লাব কর্তৃপক্ষ বাণী বন্দনার আয়োজন করেছে। মূল অনুষ্ঠান শুরু হবে ২৩ জানুয়ারি। বাণীবন্দরের মূল আকর্ষণ জীবন্ত সরস্বতী ও জীবন্ত মডেলের দ্বারা মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর জীবন কাহিনী প্রদর্শন করা। 

২৪ ও ২৫ জানুয়ারি ঢাকের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পুরুষ ও মহিলা নির্বিশেষে সকলেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, গ্রাম বাংলা থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে ঢাকি শিল্প। তাই এই শিল্পকে পুনরুজ্জীবিত করতে অভিনব এই প্রতিযোগিতার আয়োজন।

ট্রেন্ডিং খবর