এখন ভারত : কিছুদিন আগেই বীরভূমের সাধারণ বাদাম বিক্রেতা সোশ্যাল মিডিয়ার দৌলতে সারাদেশে পরিচিতি পেয়েছেন। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই বাদাম কাকুর ‘কাঁচা বাদাম’ গানে কোমর দুলিয়েছেন। বাদাম বিক্রেতার পর বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছিলেন আঙুর বিক্রেতা। সম্প্রতি আবারও একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে এবার বাদাম এবং আঙুরকে দূরে সরিয়ে ভাইরাল হয়েছে তরমুজ।
সম্প্রতি এই তরমুজ বিক্রেতা নিজের ফল বিক্রির জন্য এক নতুন কৌশল আবিষ্কার করেছেন। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো এই তরমুজ বিক্রেতার ভিডিও ভাইরাল হয়ে গেছে। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ তাঁর এই ভাইরাল ভিডিও দেখে ফেলেছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন তরমুজ বিক্রেতা ঠেলাগাড়িতে করে তরমুজ বিক্রি করছেন। ভিডিওর প্রথম দিকে সব ঠিকই চলছিল। কিন্তু তারপরই শুরু হয় আসল চমক। ওই ব্যক্তি তরমুজ কাটার সঙ্গে সঙ্গে তরমুজের টকটকে লাল রং দেখে নিজেই চমকে ওঠেন এবং তরমুজের কাটা দুটি অংশ হাতে নিয়ে রীতিমতো চিৎকার শুরু করে দেন। বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আলোড়ন ফেলে দিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েক হাজার মানুষ ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ফেলেছেন।