এখন ভারত : অ্যালফাবেটের সিইও, সুন্দর পিচাই ইতিমধ্যেই গুগল স্মার্ট ওয়াচের ইঙ্গিত দিয়েছেন। টেক সাইটগুলোর মতে, আরও কাছে চলে আসছে ওই ওয়াচ লঞ্চের তারিখ। কী কী থাকতে পারে গুগলের প্রথম স্মার্টওয়াচে?
ইতিমধ্যেই পিক্সেল ঘড়ির ডিজাইন, এর বৃত্তাকার ডায়াল ও ওয়াচ স্ট্রিপগুলির একটি আভাস পাওয়া গেছে। এখানে পিক্সেল স্মার্টওয়াচের ব্যাটারি ও এর কানেকটিভিটি ফিচার সম্পর্কে বিশদে জানতে পারবেন। স্মার্টওয়াচ হলেও সাধারণ ঘড়ির মতোই দেখতে হবে গুগলের এই ঘড়ি। ঘাম থেকে ঘড়ি প্রতিরোধের জন্য বিশেষ ব্যবস্থাও থাকতে পারে। এমনকী ঘড়ির ব্যান্ডের বিভিন্ন রং রাখতে পারে। তবে এসবই নির্ভর করছে ঘড়ির আয়তনের ওপর।
পিক্সেল ওয়াচে সম্ভবত একটি ৩০০ মেগা অ্যাম্পায়ারের ব্যাটারি থাকতে পারে। এই ব্যাটারি একদিন ঘড়িতে ব্যাকআপের জন্য যথেষ্ট। এর থেকে বেশি ব্যাকআপও দিতে পারে ব্যাটারি। চিনা স্মার্টওয়াচের থেকে অনেকটাই ফিচারের দিক থেকে এগিয়ে থাকতে পারে এই স্মার্টওয়াচ।
পিক্সেল ওয়াচে গুগল কী ধরনের বৈশিষ্ট্য থাকবে তার ওপর নির্ভর করবে এর দাম। শোনা যাচ্ছে, ওয়ার ওএস সংস্করণ ৩-এর মতো কোনও অপোরেটিং সিস্টেমের সঙ্গে আসতে পারে এই স্মার্টওয়াচ। গত সপ্তাহে এই স্মার্টওয়াচের ট্রেডমার্কের অনুমোদন পেয়েছে গুগল। যেখানে পিক্সেল ওয়াচ নামের জন্য আনুষ্ঠানিকভাবে ঘড়ি ছাড়পত্র পেয়েছে। তবে বাজারে এলে এর কত দাম হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে।