এখন ভারত : সোশ্যাল মিডিয়ার দৌলতে কে কখন ভাইরাল হয়ে পরে, তা ভাগ্যের ব্যাপার। কয়েক মাস আগেই ‘বাচপান কা পেয়ার’ গান ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়। সাধারণ মানুষ থেকে তাবড় তাবড় সেলিব্রিটিরা সহদেবের গানে রিল বানিয়ে শেয়ার করেছিল।আর সেই গানের স্রষ্টা হিসাবে রাতারাতি সোশ্যাল মিডিয়া জনপ্রিয় মুখ হয়ে ওঠে ছত্তিসগড়ের সুকমার বাসিন্দা ১২ বছরের কিশোর সহদেব ডিরডো। রীতিমতো স্টার হয়ে ওঠে। এমনকী, আসল গায়ক বাদশাহ নিজেও তাকে নিয়ে গান বানিয়েছেন। সম্প্রতি সহদেব একটি বড় দুর্ঘটনার সামনাসামনি হয়। তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে সহদেব এখন লাখপতি। প্রতি মাসেই সে এখন লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে।
এই টুকু পুচকের আবার ২ জন ম্যানেজারও রয়েছে। তারাই সহদেবের সবকিছু সামলায়।
তাদের ২০ হাজার টাকা করে প্রতিমাসে বেতনও দেওয়া হয়। তাদের নাম পিন্টু ও রাজেশ। বর্তমানে সহদেবের মাসিক আয় ২ লক্ষ টাকা।
তার ক্যামেরাম্যান রাজেশ সহদেবের ভিডিও গুলি বানিয়ে দেয়। নিজের স্টারডম ধরে রাখতে রোজই সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে থাকে সহদেব।