বাঁকুড়ার সভা মঞ্চ থেকে বড়সড় প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর। নতুন হাইয়ে বাবদ বরাদ্দ ৩ হাজার ২০০ কোটি টাকা।

Follw Us Now

এখন ভারত : বাঁকুড়ার সভা থেকে বিরাট সড়ক প্রকল্পের ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবারে সড়ক পথে সরাসরি সংযোগ সৃষ্টি হবে জঙ্গলমহলের সাথে উত্তরবঙ্গের। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে শুরু হয়ে সড়ক জয়রামবাটি কামারপুকুর থেকে বর্ধমানের মধ্য দিয়ে মোরগ্রাম হয়ে সোজা উত্তরবঙ্গে চলে যাবে। নতুন হাইওয়ে তৈরি করার জন্য রাজ্য সরকার ৩২০০ কোটি টাকা বরাদ্দ করেছে মুখ্যমন্ত্রী।

এছাড়াও জল সংকট বাঁকুড়া পুরুলিয়া এলাকার একটি বড় সড় সমস্যা। ইতিমধ্যেই গঙ্গাজল বাটিতে তৈরি হয়েছে জলপ্রকল্প। জল পৌঁছে গেছে তিন লক্ষ বাড়িতে। আগামী বছরের মধ্যে বাঁকুড়ার সমস্ত বিশুদ্ধ জলের পাইপ পৌছে যাবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

 দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গ সরাসরি সংযোগ ঘটবে এই সড়ক প্রকল্পের বাস্তবায়নে।

এদিন মুখ্যমন্ত্রী যে সড়ক প্রকল্পের ঘোষণা করেছেন সড়ক পথে সেই যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে জঙ্গলমহলের পর্যটকদের সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।

ট্রেন্ডিং খবর