এখন ভারত : জনপ্রিয় ভিডিও-স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব অফলাইন ভিডিও পরিষেবার জন্য বিশেষভাবে তৈরি ইউটিউব গো বন্ধ করতে চলেছে। তবে আপাতত আরও মাস দুয়েক পাওয়া যাবে এই পরিষেবা। সংস্থার তরফে জানানো হয়েছে, অগাস্টের শুরু থেকে ইউটিউব গো-কে আর ব্যবহার করা যাবে না।
ইউডিউব গো কী?
অফলাইনে সেভ করার পর ভিডিও দেখতে গ্রাহকদের সাহায্য করে ইউডিউব গো। গ্রাহক ভিডিওর গুণগত মান ও ডাউনলোডের সময় ফাইল সাইজ দেখে নিতে পারেন। কোনোরকম ডেটা খরচ ছাড়াই সুবিধামতো পছন্দের লোকজনের সঙ্গে স্থানীয়ভাবে কনটেন্ট শেয়ারও করা যায়। ইউটিউবের সঙ্গে সর্বক্ষণ জুড়ে থাকতে ইউটিউব গো ব্যবহারকারীদের মূল অ্যাপটি ইনস্টল করার বার্তা দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা প্রয়োজনে নিজস্ব ব্রাউজারে youtube.com-এর সাহায্যও নিতে পারেন।
এই অনলাইন ভিডিও-স্ট্রিমিং প্ল্যাটফর্মের আরও দাবি, ইউটিউব গো-এর তুলনায় ইউটিউবের মূল অ্যাপটির ব্যবহার-অভিজ্ঞতা অনেক উন্নত। পাশাপাশি, ব্যবহারকারীদের চাওয়া-পাওয়ার অনেকটাই ভালোভাবে মেটাতে পারে মূল অ্যাপ। যা ইউটিউব গো পারে না। কমেন্ট, পোস্টিং, কনটেন্ট ক্রিয়েশন, ডার্ক থিম ব্যবহারের মত ফিচার মূল অ্যাপেই পাওয়া যায়।
প্রসঙ্গত, ২০১৬ সালের ডিসেম্বরে ইউটিউব গো লঞ্চ করা হয়। মূলত লক্ষ্য রাখা হয়েছিল, ইন্টারনেট সংযোগ, ডেটা কেনার খরচ ইত্যাদি কারণে যেখানে ইউটিউব ব্যবহার করা সহজ নয়, সেখানে তা ঠিক করা। যাঁরা স্বল্প ও ধীরগতির ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেন তাঁদের জন্য ইউটিউবের মূল অ্যাপের পরিষেবা উন্নত হয়েছে। পাশাপাশি, ব্যবহারকারীদের জন্য অ্যাপ নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে যাতে কম ডেটা ব্যবহার করে ব্যবহারকারীরা ইউটিউবের পূর্ণ পরিষেবা পেতে পারেন।