এখন ভারত : রামায়ণের গল্পে কুম্ভকর্ণকে কে না চেনেন? তিনি বছরের ৬ মাস ঘুমিয়েই কাটাতেন। এবার এক কলির কুম্ভকর্ণের সন্ধান পাওয়া গেল। রাজস্থানের নাগরের বাসিন্দা বছর বিয়াল্লিশের পুরখরাম বছরের ৩০০ দিন ঘুমিয়েই কাটান। যেখানে সাধারণ মানুষ দিনে ৮ থেকে ৯ ঘণ্টা ঘুমোন সেখানে পুরখরাম একটানা ২৫ দিন ঘুমিয়ে থাকেন। অর্থাৎ রামায়ণের কুম্ভকর্ণের থেকেও বেশি সময় ধরে ঘুমোন পুরখরাম।
আসলে পুরখরাম এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। গত ২৩ বছর আগেই তাঁর শরীরে এই রোগ বাসা বেঁধেছিল। প্রথমে তিনি দিনে ১৫ ঘণ্টা ঘুমোতেন। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ তা বাড়তে শুরু করে। এখন টানা ২০ থেকে ২৫ দিন ঘুমিয়ে থাকেন পুরখরাম। তাঁর নিজের একটি ছোটো মুদিখানার দোকান রয়েছে। যা বছরে ৫ থেকে ৬ দিনের বেশি তিনি চালাতে পারেন না।
ঘুমের তোর এতোটাই যে অনেক সময় কাজ করতে করতে তিনি ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে থাকাকালীন তাঁর পরিবারের লোকরা তাঁকে স্নান করিয়ে দেন, খাবার খাইয়ে দেন। তিনি জানান, অতিরিক্ত ঘুমের কারণে তাঁর শরীর সব সময় অবসন্ন হয়ে থাকে। তার সঙ্গে থাকে মাথা ব্যথা।
এই ঘুমের ব্যাধিকে ডাক্তারি ভাষায় বলা হয় অ্যাক্সিস হাইপারসোমনিয়া। পুরখরামেরও সেই রোগ হয়েছে। তবে এই রোগের ঠিক কি চিকিৎসা রয়েছে তা এখনো স্পষ্ট করে জানা যায়নি।