ফের Lockdown? ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩ লাখ!

Follw Us Now

এখন ভারত : করোনার কারণে নাজেহাল পরিস্থিতি থেকে অনেকটাই স্বাভাবিক জীবন ছন্দে ফিরেছে বিশ্ব। কিন্তু কোনোভাবেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না বিশ্ববাসী। অন্য রূপ নিয়ে হাজির হচ্ছে করোনা। ফলে ফের বিশ্বজুড়ে ত্রাসের সঞ্চার শুধু করেছে এই মারণ ভাইরাস। চিনের পর এবার জার্মানিতে শ্যেন দৃষ্টি পড়েছে এই ভাইরাসের। করোনার নয়া প্রজাতি রীতিমত চোখ রাঙাতে শুরু করেছে। 
জানা গিয়েছে, স্টিলথ ওমিক্রনের হানায় জার্মানিতে নতুন করে ৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি লাগাম টানতে নতুন করে লকডাউনের চিন্তাভাবনা করছে এই দেশ। আতঙ্কের এখানেই শেষ নয়। জার্মানি ছাড়াও ফ্রান্সেও গত এক সপ্তাহে তীব্র গতিতে ছড়াচ্ছে এই ভাইরাস। জানা গিয়েছে, বেশিরভাগ মানুষের শরীরেই  স্টিলথ ওমিক্রন থাবা বসিয়েছে। অন্তত এমনটাই মনে করা হচ্ছে। একইসঙ্গে ব্রিটেনেও গত এক সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে প্রায় ১০ লাখ। ফের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়ায় আক্রান্ত দেশগুলি নতুন করে কি লকডাউন এ পথে হাঁটতে চলছে? এখন সেটাই দেখার।

ট্রেন্ডিং খবর