ফের এক অভিনেত্রীর রহস‍্যমৃত‍্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

Follw Us Now

 

এখন ভারত : ফের আরও এক মডেল-অভিনেত্রী রহস্য মৃত্যু। ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করা হল ঝুলন্ত দেহ। দমদম নাগেরবাজার থানা এলাকার রামগড় কলোনির বাসিন্দা মডেল-অভিনেত্রীর নাম বিদিশা দে মজুমদার। এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছে নাগেরবাজার থানার পুলিশ। উল্লেখ্য, দিন কয়েক আগেই অভিনেত্রী পল্লবী দে’র রহস‍্যমৃত‍্যু নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সে রহস্য মৃত্যু জট এখনো খোলেনি। এরই মাঝে ঘটে গেল এই দুর্ঘটনা।

পুলিস সূত্রে খবর, এর আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বিদিশা। কিন্তু বান্ধবী এবং সহকর্মীরা অনেক বুঝিয়ে তাকে সে পথ থেকে সরিয়ে আনেন। বুধবার ভোর রাত পর্যন্তও বিদিশাকে বোঝানোর চেষ্টা করেন তার এক বান্ধবী। কিন্তু তাদের এই চেষ্টাকে ব্যর্থ করে দিলেন বিদিশা। জানা গিয়েছে, তাঁর বান্ধবীরা অনুভব বেরা নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁদের দাবি, গত চার মাস ধরে ঝাড়গ্রামের বাসিন্দা অনুভবের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিদিশার। কিন্তু ওই যুবকের সঙ্গে আরও অনেক মেয়ের সম্পর্ক ছিল। তাই মানসিক অবসাদে ভুগছিলেন বিদিশা। সেই কারণেই হতাশাগ্রস্ত হয়ে বিদিশা আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে দাবি তাঁদের। যদিও বিদিশার পরিবারের তরফে নাগেরবাজার থানায় দায়ের করা অভিযোগে অনুবভের নাম উল্লেখ নেই বলে জানা গিয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার কামারহাটি সাগর দত্ত হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হবে।

পুলিস সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় ফ্ল্যাটের দরজা বন্ধ দেখে বিদিশাকে ডাকাডাকি করেন তাঁর এক বান্ধবী। কিন্তু কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে নাগেরবাজার থানার ফোন করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। নিজ দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি তিনি। ডায়েরির তিন পাতা জুড়ে ছিল সুইসাইড নোট। যে বাড়িতে ভাড়া থাকতেন তাঁর মালিকের আত্মীয়ের দাবি, নোটের প্রথম পাতায় লেখা ছিল, ‘আমি ক্যান্সার আক্রান্ত”। এর পাশাপাশি কেরিয়ার জনিত হতাশায় তিনি ভুগছিলেন বলে ডাইরির পাতায় উল্লেখ রয়েছে। যদিও হাতের লেখা এবং ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয়টি সঠিক কিনা এখনও তা প্রমান হয়নি।  

বিদিশার দুটি মোবাইল সিজ করা হয়েছে। কল লিস্ট ও চ্যাট লিস্ট খতিয়ে দেখছে পুলিশ। বান্ধবীদেরও জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান আত্মঘাতী হয়েছেন তিনি। তবৃ ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হওয়া যাবে।

ট্রেন্ডিং খবর