ফের একবার মানবিকতার নজির গড়ে প্রতিবন্ধী সীমার পাশে সোনু

Follw Us Now

 

এখন ভারত : এক পায়েই ১ কিমি হেঁটে রোজ স্কুলে যায় বিহারের ১০ বছরের সীমা। তার অদম‍্য ইচ্ছেশক্তির গল্প নেটমাধ‍্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। ভিডিওটি অভিনেতা সোনু সুডেরও নজর কেড়েছে। করোনাকালে পরিযায়ী শ্রমিক ও অসহায় মানুষের দেবদূত হয়ে ওঠা সোনু ওই লড়াকু মেয়েটির পাশে দাঁড়িয়েছেন অভিনেতা। সীমার একটি ভিডিও টুইট করে তিনি লেখেন, ‘এবার একটা পায়ে না, দু’পায়ে লাফিয়ে স্কুলে যাবে। টিকিট পাঠাচ্ছি। দু’পায়ে হাঁটার সময় এসে গিয়েছে।’ 

ইতিমধ্যেই সারা ভারতে সীমার ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রতিবন্ধকতা যে শিক্ষার ক্ষেত্রে বাধা হতে পারে না, তা আবার প্রমাণ করে দিয়েছে সে। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, এক পায়ে হেঁটেই সীমা স্কুলে যাওয়ার জন্য দীর্ঘ ১ কিলোমিটার পাড়ি দিয়েছে। জানা গিয়েছে, ভয়াবহ এক দুর্ঘটনায় তার এক পা বাদ যায়। তারপর থেকে এক পাকে সঙ্গী করেই সে ১ কিলোমিটার হেঁটে স্কুল যায়। পিঠে ভারী ব্যাগ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে অতোটা পথ যাওয়া যে একরত্তির জন্য কতটা যন্ত্রনাদায়ক, তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে পরিবার আর্থিক অনটনে ভুগছে। একরত্তির মা ইটভাটায় কাজ করেন। যেখানে নুন আনতে পানতা ফুরোয়, সেখানে তাঁদের মেয়ের চিকিৎসা করার কথা ভাবতেও সাহস পায় বা তার পরিবার। 

সম্প্রতি এক সহৃদয় ব্যক্তি ওই কিশোরীর স্কুলে যাওয়ার দৃশ্যটি ক্যামেরাবন্দি করে ইন্টারনেটে ছেড়ে দেন। এরপরই বিহারের জামুয়া জেলার সীমার এক পায়ে স্কুল যাওয়ার ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই এই ভিডিওটি প্রচুর শেয়ার লাইক হয়েছে। অনেকেই তার সাহায্যের জন্য ইচ্ছেপ্রকাশ করেছেন।

ট্রেন্ডিং খবর