এখন ভারত: বলিউডের অধিকাংশ নায়িকাই নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য প্লাস্টিক সার্জারি সাহায্য নিয়ে থাকেন, এমনকি প্লাস্টিক সার্জারি নিয়ে তারা বহুবার সমালোচিত হয়েছেন।তবে তার সত্বেও দেহের বিভিন্ন অংশ ফুটিয়ে তোলার জন্য বলিউডের অভিনেত্রীরা রীতিমতো এখনো প্লাস্টিক সার্জারি করে চলেছেন। সম্প্রতি প্লাস্টিক সার্জারি নিয়ে ভাইরাল হয়েছেন জাহ্নবী কাপুর। জল্পনার কেন্দ্রে জাহ্নবী একা নয়,উঠে এসেছে বলিউডের বহু অভিনেত্রী নাম তাঁরা কেউ ঠোঁট, কেউ নাক আবার কেউ গায়ের রং পরিবর্তন করেছেন প্লাস্টিক সার্জারি দ্ধারা। তবে জাহ্নবী ক্ষেত্রে দেখা গেছে প্রত্যেকটা বইতেই তার মুখের গঠন পরিবর্তন হতে। প্লাস্টিক সার্জারি প্রসঙ্গ এড়িয়ে অভিনেত্রী জাহ্নবী কাপুর জানান সদ্য তিনি জিম এবং ডায়েট কন্ট্রোল করছেন যার জেরে তার শরীর এবং মুখের গঠনের পরিবর্তন হতে দেখা দিচ্ছে। এ বিষয়ে তিনি সাফ জানিয়ে দেন এখনো পর্যন্ত তিনি কসমিক সার্জারি করেননি। তবে বলিউডের বহু অভিনেত্রী রয়েছেন যারা সার্জারি নিয়ে সরাসরি কথা বলতে চান না কিন্তু বলিউডের আর এক অভিনেত্রী শ্রুতি হাসান প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন এবং তিনি জানান মুখের সৌন্দর্যতা বাড়ানোর জন্য এককালীন তিনি প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছিলেন।