এখন ভারত : দেসবাসীর জন্য সুখবর! শনিবার পেট্রোল-ডিজেলের দামে রাশ টানল মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশবাসীর উদ্দেশ্যে টুইট করে জানান, প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলে এক্সাইজ বাবদ যথাক্রমে ৮ টাকা এবং ৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। অর্থাৎ সবমিলিয়ে পেট্রোলের দাম লিটার প্রতি সাড়ে ৯ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৭ টাকা কমতে চলেছে।
এদিন নির্মলা সীতারমন লেখেন, ‘আমরা পেট্রোলে এক্সাইজ বাবদ প্রতি লিটারে ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ৬ টাকা কমিয়ে দিচ্ছি। এটি সরকারের রাজস্বের ওপর বছরে প্রায় ১ লাখ কোটি টাকার প্রভাব ফেলবে। পিএমও ইন্ডিয়া বিশেষভাবে সরকারের অধীনস্থ সকলকে সংবেদনশীলতার সঙ্গে কাজ করার এবং সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। গরিব ও সাধারণ মানুষকে সাহায্য করার জন্য নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি বজায় রেখে আজ আমরা দেশবাসীর সাহায্য করার জন্য আরো একটি পদক্ষেপ নিলাম।’
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই পেট্রোল-ডিজেলের দাম যে হারে বেড়ে চলেছিল তাতে সাধারণ মানুষের পকেটে টান পড়েছিল। ২০২১ সালে সরকার জ্বালানি বাবদ কর কমালেও তাতে কারোরই তেমন সুরাহা হয়নি। তবে কেন্দ্র সরকারের এদিনের এই সিদ্ধান্ত দেশের সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেবে।