পূর্বস্থলীতে বড় মিষ্টির মেলা, ১ পিস হাজার টাকা

Follw Us Now

খন ভারত : সাধারণত যে কোনও উৎসব উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা হয়। সেইমতো পূর্বস্থলী এক নম্বর ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত দোগাছিয়া বাজার সংলগ্ন দোলতলায় দোল পূর্ণিমা উপলক্ষে আয়োজন করা হয় বড় মিষ্টির মেলা। এক পিস মিষ্টির দাম ১ হাজার টাকা। পেল্লাই সাইজের দামি এই মিষ্টি দেখতে দূরদূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। অবশ্য শুধু দেখতেই নয়, এর পাশাপাশি ক্রেতারা সঙ্গে করে বাড়িতে নিয়েও যাচ্ছেন  বড় মিষ্টি।

উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, সাড়ে পাঁচশো বছরের পুরোনো রায়চৌধুরী পরিবারের দোলপূর্ণিমা উৎসব। এই উৎসব ঙউপলক্ষে রাধা গোবিন্দের দোল উৎসব পালিত হয়। সেই সময় মেলা বসলেও তা এত জাঁকজমকভাবে হতো না। তবে গত ৩০-৪০ বছর ধরে বড় মিষ্টির মেলা হয়ে আসছে। অভিনব এই মেলায় পাঁচ টাকা থেকে শুরু করে হাজার টাকা দামের পর্যন্ত মিষ্টি পাওয়া যায়। তবে এ বছর এখনো পর্যন্ত আটশো টাকার সর্বোচ্চ মিষ্টি বানিয়েছেন এক মিষ্টি ব্যবসায়ী। তবে অর্ডার পেলে হাজার টাকা দামেরও মিষ্টি বানানো হবে। এমনটাই জানিয়েছেন ওই ব্যবসায়ী।

কিন্তু এক পিস মিষ্টির দাম হাজার টাকা শুনলে অনেকেই অবাক হন। অনেকের মনেই প্রশ্ন ওঠে আদৌ কি এই দামের মিষ্টি কেউ কেনেন? কৌতুহলের অবসান ঘটিয়ে ওই ব্যবসায়ী এও জানান, বিভিন্ন জেলা এমনকী কলকাতা, দিল্লি, বম্বে থেকেও এই মিষ্টির মেলায় বড় মিষ্টির কিনতে হাজির হন ক্রেতারা। তবে এ বছর করোনার কারণে এখনও পর্যন্ত লোক সংখ্যা কিছুটা কম। অবশ্য বাকি দিনগুলিতে ভিড় হবে আশা করছেন ব্যবসায়ীরা।

ট্রেন্ডিং খবর