এখন ভারত : সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও ভাইরাল হয়। তবে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা আপনাদের আবেগঘন করে তুলতে বাধ্য। ভিডিওটির মাধ্যমে একটি সুন্দর সামাজিক বার্তাও তুলে ধরা হয়েছে। কীভাবে ছোটো ছোটো ঘটনার মাধ্যমে খুশি খুঁজে নিতে হয় সেই জিনিসটি যেন ভিডিওর মাধ্যমে আমাদের সকলের সামনে তুলে ধরা হয়। ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কমেন্ট করে নিজেদের ভালোবাসা উজাড় করে দেন।
অবনীশ শরণ নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওর শুরুতেই এক মধ্যবয়স্ক ব্যক্তি ও একটি ছোটো বাচ্চাকে দেখা যায়। গোটা ভিডিওটায় ওই ব্যক্তিটিকে তাঁর সাইকেলের সঙ্গেই ব্যস্ত ছিলেন। ভিডিওটি দেখে বোঝা যায়, ওই ব্যক্তি এক সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে বাড়িতে নিয়ে এসেছেন। পরে তা দেখানোর জন্য বাচ্চাটিকে ডেকে আনেন। মালা পরানো সেই সাইকেলটিকে দেখে শিশুটি আনন্দে আত্মহারা হয়ে পড়ে। এরপর দেখা যায়, ওই ব্যক্তিটি প্রথমে সাইকেলটির ওপর একটি পাত্রে করে জল ঢেলে দেন এবং পরে সেটিকে প্রণামও করেন। ছোটো শিশুটিকেও সাইকেলের চাকায় মাথা ঠেকাতে দেখা যায়।
ভিডিওটি দেখামাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা আবেগঘন হয়ে পড়েন। কীভাবে একটি সেকেন্ড হ্যান্ড সাইকেল দেখে ওই পরিবারটি খুশিতে ফেটে পড়েছে তা স্বভাবতই প্রশংসার দাবি রাখে। পোস্টটি শেয়ার করে পোস্টদাতা লেখেন, ‘এটি শুধুমাত্র একটি সেকেন্ড হ্যান্ড সাইকেল। ওদের আনন্দ দেখুন। ওদের দেখে মনে হচ্ছে যেন একটি নতুন মার্সিডিজ বেঞ্জ কিনেছেন।’