এখন ভারত : ইনস্টাগ্রামে বিড়ালদের ভিডিও প্রায়ই বেশ ট্রেন্ডিং থাকে। কখনো না কখনো সেগুলি আপনার নজরেও পড়েছে। আর তা থেকে আপনিও ভরপুর আনন্দ পেয়েছেন। সোশ্যাল মিডিয়ার এমনই বেশ কিছু জনপ্রিয় বিড়াল রয়েছে।
তবে তাদের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কী জানেন? শসার প্রতি তার ভালোবাসা। তার সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই বিড়ালগুলির মালিক জানিয়েছেন, শসা কাটার শব্দ বা গন্ধ পেলেই সে ছুটে আসে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিড়ালটি রীতিমতো ‘মচমচ’ করে শসা খাচ্ছে।
কিন্তু বিড়ালদের শসা খাওয়া কি নিরাপদ? এ ব্যাপারে পশু চিকিত্সকরা বলছেন, কুকুরের জন্য শসা উপকারী হলেও বিড়ালের জন্য একেবারে সামান্য পরিমাণে খাওয়া নিরাপদ।
তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, বিড়ালের কিন্তু গোরুর দুধ একেবারেই সহ্য হয় না। প্রচলিত রীতি অনুযায়ী আমরা বিড়ালদের দুধ দিই বটে। বিড়াল তা খেয়েও নেয়।
কিন্তু পশু চিকিত্সকদের মতে, বিড়ালদের গোরুর দুধ না দিয়ে মিল্ক ফর্মুলা কিনে তা জলে গুলে দেওয়া উচিত।