এখন ভারত : নিয়ম করে রোজ মদ্যপান করে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ভেনেজুয়েলার হুয়ান ভিসেন্তে পেরেজ মোরা গত সপ্তাহে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন। তাঁর বর্তমান বয়স ১১৩ বছর। জন্ম ১৯০৯ সালের ২৭ মে।
সাধারণত বলা হয়, দীর্ঘ জীবনের জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। কিন্তু পেরেজ মোরার ক্ষেত্রে সেটি একেবারেই নয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১১৩ বছরের পেরেজ এখনও সুস্থ এবং প্রতিদিন তিনি স্ট্রং এক পেগ মদ্যপান করেন। পেরেজের স্ত্রীয়ের নাম ছিল এডোফিনা দেল রোজারিও গার্সিয়া। তাঁরা একসঙ্গে ৬০ বছর কাটিয়েছেন। ১৯৯৭ সালে তাঁর স্ত্রী মারা যান। পেরেজ ও এডিওফিনার ১১টি সন্তান। এঁর মধ্যে ৬টি ছেলে, ৫টি মেয়ে। পেরেজের ৪১ জন নাতি, ১৮ জন গ্রেট গ্র্যান্ডচিলড্রেন্স এবং ১২ জন গ্রেট-গ্রেট গ্র্যান্ডচিলড্রেন্স রয়েছেন। ভেনেজুয়েলার তাচিরা রাজ্যের সান জোসে দে বলিভারের ডাক্তার এনরিক গুজমান ওই বৃদ্ধের সম্পর্কে জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর উচ্চ রক্তচাপ এবং শ্রবণশক্তি কিছুটা হ্রাস পেয়েছে। এছাড়া তিনি সম্পূর্ণ সুস্থ। কোনও ধরনের ওষুধ খেতে হয় না তাঁকে।
পেরেজ নিজের দীর্ঘ জীবনের গোপন রহস্য সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘কঠোর পরিশ্রম করুন। ছুটির দিনে বিশ্রাম নিন। তাড়াতাড়ি ঘুমাতে যান। প্রতিদিন এক গ্লাস ওয়াইন পান করুন। ঈশ্বরকে ভালোবাসুন এবং সর্বদা তাঁকে মনে রাখুন।’
জানা গিয়েছে, পেরেজ অত্যন্ত ধার্মিক মানুষ। তিনি দিনে ২ বার প্রার্থনা করেন। স্পেনের স্যাটার্নিনো দে লা ফুয়েন্তে গার্সিয়া চলতি বছরের ১৮ জানুয়ারি ১১২ বছর ৩৪১ দিনে মারা যাওয়ায় হুয়ানকেই বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তির তকমা দেওয়া হয়েছে।