এখন ভারত: নিজেদের জীবন বাঁচাতে জলের জন্য মৃত্যুর মুখোমুখি হতে হয় মহারাষ্ট্রের নাসিকের একটি গ্রামের বাসিন্দাদের। সেই গ্রামের মহিলাদের ৩ কিলোমিটার হেঁটে একটি কুয়ো থেকে পানীয় জল আনতে হয়। যদিও সেই কুয়োর থেকে সহজে জল পাওয়া যায় না। একেবার নীচে গেলে তবেই ‘পানীয় জলের’ নাগাল পাওয়া যায়। তাও সেটি কাদা মেশানো জল। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ সংস্থা এর একটি ভিডিও প্রকাশ করেছে। পানীয় জলের জন্য গ্রামবাসীরা যে কতটা লড়াই করছেন সেই ছবিই প্রকাশ্যে এসেছে।
ভিডিওতে দেখা গিয়েছে, প্রায় ৩০ ফুট গভীর শুকনো একটি কুয়োর মধ্যে নেমে এক ব্যক্তি জল ছেঁচে পাত্রে ভরে দিচ্ছেন। এরপর সেই পাত্র আবার দড়িতে বেঁধে দিলে কুয়োর পাশে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা সেই জল সংগ্রহ করে তা ছেঁকে নিয়ে কলসিতে ভরছেন। উল্লেখ্য, সপ্তাহ খানেক আগেই মুখ্যমন্ত্রীর দফতর এক বিবৃতি জারি করে জলসঙ্কটের কথা জানিয়েছিল। সেখানে বলা হয়েছিল, রাজ্যে মাত্র ৩৭% জল সঞ্চিত রয়েছে।