এস এস রাজা মৌলি পরিচালিত আর আর আর ছবির নাটু নাটু গানটি ইতিমধ্যেই অস্কার জয়ী হয়েছে এই গানের অসাধারণ দৃশ্যায়ন এবং রিদম মন জয় করেছে সকলের শুধু ভারতীয় রাই নন গোটা বিশ্বের বহু মানুষ বর্তমানে মজেছেন নাটু নাটু ম্যাজিকে। বেস্ট অরিজিনাল সং এর সম্মান পেয়েছে এই গানটি। এবারের অস্কার মঞ্চ থেকে দা এলিফ্যান্ট হুইসপারার্স ছবির পাশাপাশি এই গানটি জিতেছে অস্কার অর্থাৎ ভারতে ঝুলিতে এসেছে দুটি অস্কার।
এই নাটু নাটু ম্যাজিকেই বর্তমানে মজেছেন সকলে এবারে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই পুলিশকে দেখা গেল এই গানের ছন্দে মেতে উঠতে হবে। সাম্প্রতিক টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে নাট নাটু গানের ছন্দে মেতে উঠেছেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ কর্মীরা নেনা ভাত জাগান নামের এক টুইটার একাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে।
ভিডিওটি প্রত্যেক ভারতবাসীর জন্য যে অত্যন্ত গর্বের তা বলা বাহুল্য এই ভিডিওয় দুই মার্কিন পুলিশকে নাটক গানের ছন্দে নাচতে দেখা গিয়েছে। এই গানটি যেমন এনার্জি ঠিক তেমনি অসাধারণ এই গানের দৃশ্যায়ন মার্কিনী পুলিশদেরও এদিন বেশ আনন্দের সাথেই এই গানের ছন্দে তাল মিলাতে দেখা যায় তাদের চোখে মুখে ছিল ভরপুর এনআরজির ছাপ। ভিডিওটি দেখার পর খুশি হয়েছেন ভারতীয়রা, গোটা দেশবাসীর কাছে এই ভিডিও যে গর্বের তা বলা বাহুল্য ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অস্কার জয় আগেই হয়েছে সোনার গান নাটু নাটু গোটা বিশ্বজুড়ে তার ম্যাজিক ছড়িয়ে দিয়েছে আর তারই সামান্য নিদর্শন পাওয়া গেল এই ভিডিওতে যেখানে ২ বিদেশি পুলিশ আধিকারিককে এই গানের ছন্দে মেতে উঠতে দেখা গেল।
উল্লেখ্য নাটু নাটু গান জিতেছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অসকারী মনোনয়ন পাওয়ার পর থেকেই আশায় বুক বেঁধেছিলেন অসংখ্য ভারতীয়রা অবশেষে ভারতীয়দের স্বপ্নপূরণ হয়। অস্কার জয়ী হয় নাটু নাটু। উল্লেখ্য ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমী জেলেনস্কির বাসভবনের সামনে এই গানের শুটিং হয়েছিল। গানের অসাধারণ রিদমের সাথে পা মিলিয়েছিলেন জুনিয়ার এনটিআর এবং রামচরণ এই গানের সুর দিয়েছেন এম এম কির বাণী চন্দ্র বোসের হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে সমাদৃত হয়েছে ভারত এদিন অস্কার মঞ্চে দীপিকা পাড়ুকোন এই গানের পারফরম্যান্স এর আগে গানের বিষয়বস্তু উপস্থাপনা করেন অস্কার মঞ্চে।