দোলের ছুটিতে পর্যটকের ভিড় দীঘায়

Follw Us Now

 

এখন ভারত : শুক্রবার দোলযাত্রা অফিস ছুটি। পরের দিন শনিবার হোলির ছুটি। আর রবিবার তো এমনিতেই ছুটি। সব মিলিয়ে তিন দিনের ছুটিতে বাড়িতে বসে সম্মান নষ্ট করার মতো নয় ভ্রমণপিপাসু মানুষেরা। তাই ছুটি উপভোগ করতে কাছাকাছি পর্যটন কেন্দ্র দীঘায় ভিড় জমিয়েছেন ভ্রমণপিপাসুরা। দোলের দিনে দীঘার সমুদ্র সৈকতে দেখা গেল উপচে পড়া মানুষের ঢল। পর্যটকদের এমন সমাগমে চওড়া হাসি ফুটেছে হোটেল ব্যবসায়ীদের মুখে। 
করোনা আবহে পর্যটন কেন্দ্রগুলি ছিল জনহীন। করোনার দাপট ধীরে ধীরে কমতেই ছুটি পেলেই বাড়ির বাইরে পা বাড়াচ্ছেন পর্যটকরা। পর্যটকদের এমন জনস্রোত কার্যত মুখে হাসি ফুটেছে দীঘার ব্যবসায়ীদের মুখে। অনেক পর্যটক ঘুরতে এসে হোটেল না পেয়ে ফিরেও গিয়েছেন। অনেকে আবার দীঘায় হোটেল না পেয়ে কাছাকাছি মন্দারমণি, তাজপুরে গিয়ে হোটেলে গিয়ে উঠছেন। কারণ এই তিন দিনের ছুটিকে কোনোমতেই নষ্ট করতে চান না তাঁরা। চুটিয়ে উপভোগ করবেন আনন্দ। ফলে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরের হোটেলগুলির অধিকাংশও বুকিং সম্পূর্ন হয়েছে অনেক আগেই।
এদিকে, বসন্ত উৎসবে ছুটি কাটাতে এসে পর্যটকরা যাতে কোনও দূর্ঘটনার শিকার না হন সেদিকেও কড়া নজর রাখছে দীঘার প্রশাসন। সমগ্র দীঘায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুলিশের তরফে। ভিড়ে ঠাসা সমুদ্র সৈকতে যাতে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত না হয়, সেদিকেও সতর্ক প্রশাসন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের করোনা বিধি মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রেন্ডিং খবর