এখন ভারত : পেট্রোল-ডিজেলের দাম যে হারে বাড়ছে সেখানে গাড়ি কেনার কথা হাজার বার ভাবতে হচ্ছে মানুষকে। পেট্রোল-ডিজেলের দাম দেখে গাড়িওয়ালারাও অনুতপ্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছেন। গত কয়েক বছরে ভারতে বৈদ্যুতিক গাড়ি নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা দেখা দিয়েছে। ফলে অনেক কোম্পানি তাদের নিজস্ব বৈদ্যুতিক গাড়ি বাজারে আনছে।
সম্প্রতি মুম্বাইয়ের স্টর্ম মোটরস ভারতের বাজারে একটি সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করেছে। কোম্পানির দাবি, তাদের গাড়িটি বিশ্বের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি। স্টর্ম মোটরস এই গাড়ির নাম দিয়েছে ‘স্টর্ম আর থ্রি’। এই গাড়ির বিশেষত্ব হল, এতে ৩টি চাকা রয়েছে। সাধারণত ৩ চাকার গাড়ির সামনে ১টি চাকা থাকে এবং পিছনে ২টি চাকা থাকে। কিন্তু এই গাড়ির সামনে ২টি চাকা এবং পেছনে ১টি চাকা। গাড়িটিতে ২ জন বসতে পারবেন। গাড়িতে বড়ো সানরুফও রয়েছে। গাড়িটি একবার চার্জে প্রায় ২০০ কিলোমিটার চলতে সক্ষম। বেশ কমপ্যাক্ট এই গাড়িটি ভারতের সংকীর্ণ এবং যানজটপূর্ণ রাস্তার মধ্যে দিয়ে সহজেই চলে যাবে। স্টর্ম মোটরস আর থ্রি ইভি গাড়িটির দাম রেখেছে সাড়ে ৪ লাখ টাকা। আপনি চাইলে ১০ হাজার টাকার টোকেন দিয়ে এটি বুক করতে পারেন। প্রাথমিক পর্যায়ে, এই গাড়িটি শুধুমাত্র দিল্লি-এনসিআর এবং মুম্বইতে পাওয়া যাবে। এই গাড়ির রক্ষণাবেক্ষণ পেট্রোল গাড়ির তুলনায় অনেক কম হবে। পাশাপাশি এই গাড়িটি সম্পূর্ণ পরিবেশবান্ধব।