দেশজুড়ে মাত্র ২০টি টিকিট বিক্রি হল কঙ্গনা অভিনীত ছবি ‘ধাকড়’এর

Follw Us Now

 

 এখন ভারত : বলিউডে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা নায়িকাদের মধ্যে অন্যতম হলেন কঙ্গনা রানাওয়াত। সিনেমা ছাড়াও বিভিন্ন আলটপকা মন্তব্যের জন্য তিনি দেশজুড়ে চর্চিত। তবে আপাতত এই অভিনেত্রীর শনির দশা চলছে!

সম্প্রতি সারা দেশে মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি ধাকড়। আর এই ছবি যে টাকা রোজগার করেছে তা শুনলে রীতিমতো অবাক হতে হবে। যেখানে মুক্তি পাওয়ার পর ভুল ভুলাইয়া ২ প্রথম সপ্তাহে ১০০ কোটি টাকার লক্ষ্য ছুঁতে চলেছে সেখানে কঙ্গনা অভিনীত সিনেমা ধাকড় রিলিজ হওয়ার ৮ দিনের মাথায় তলানিতে এসে ঠেকল। 

এক সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, শনিবার দেশে এই সিনেমার মাত্র ২০টি টিকিট বিক্রি হয়েছে। এদিন মাত্র ৪,৪২০ টাকার ব্যবসা করেছে সিনেমাটি। ইতিমধ্যে সিনেমাটি দেশের ২২০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে। এই সিনেমায় কঙ্গনা ছাড়াও অর্জুন রামপাল, দিব্যা দত্ত ও টলিউডের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন।

ধাকড়, পরিচালক রাজনিশ ঘাই-এর নির্দেশনায় তৈরি হয়েছে। এই সিনেমাটি বলিউডে নারীকেন্দ্রিক প্রথম স্পাই থ্রিলার। ফলে প্রথম থেকেই এই সিনেমা নিয়ে দর্শকদের আলাদা একটা আশা ছিল। তবে বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ল ছবিটি

ট্রেন্ডিং খবর