এখন ভারত: মানুষ পারে না পৃথিবীতে এমন কিছু নেই। ১২ লাখ টাকা খরচ করে এক ব্যক্তি এমন এক পোশাক বানালেন যেটি পরলে তাঁকে দেখতে চারপায়ের প্রাণীর মতো লাগে। ওই ব্যক্তির নাম টোকো-সান। তিনি জাপানের বাসিন্দা। কলি প্রজাতির কুকুরের পোশাক ডিজাইন করার জন্য তিনি জেপ্পেট নামে এক সংস্থাকে দায়িত্ব দিয়েছিলেন। পোশাকটি তৈরি করতে সংস্থাটির ৪০ দিন সময় লেগেছে।
পোশাকটি পরে নিজের ছবি পোস্ট করে টোকো-সান বলেন, ‘আমার জীবনের উদ্দেশ্য পূরণ হয়েছে। আমি কলি এই জন্যই তৈরি করিয়েছি, কারণ এটি পরলে একেবারে বাস্তবের মতো দেখায়। আমি ভেবেছিলাম আমার আকারের সমান বড়ো প্রাণীই ঠিক হবে। এটি একটি বাস্তববাদী মডেল হবে। তাই আমি সিদ্ধান্ত নিই যে কুকুরই সঠিক হবে।’ টোকো-সান কলির পোশাক পরে ইউটিউবেও বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাঁকে কুকুরের মতো নড়াচড়া করতে দেখা যাচ্ছে।
ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওটির ভিউ ৫.৭ লাখেরও বেশি। প্রায় দেড় হাজার মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। ভিউয়াররা বিভিন্নরকম কমেন্টও করেছেন। অনেকে বিশ্বাসই করতে পারছেন না যে এটি একটি পোশাক! এ নিয়ে জেপ্পেটের এক মুখপাত্র বলেন, ‘এই মডেলটি কলি কুকুরের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি দেখে মনে হয় যেন একটি আসল কুকুর চার পায়ে হাঁটছে। যা দেখলে মানুষ আসল আর নকলের মধ্যে ফারাক করতে পারবে না