দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের তরুণ ব‍্যাটার শুভমন গিল। ২০২৩ শে এখনো পর্যন্ত ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

Follw Us Now

 দুরন্ত ফর্মে থাকা সত্ত্বেও কোন অজ্ঞাত কারণে শুভমান গিলকে বসিয়ে বর্ডার ট্রফি প্রথম দুটি টেস্টে দলের সুযোগ দেয়া হয় কে এল রাহুলকে ব্যর্থ হন রাহুল এরপর সুযোগ পান শুভমন। আমেদাবাদ টেস্ট থেকে নিজের দুরন্ত ফর্ম দেখানো শুরু করেন শুভমন। সেঞ্চুরি করেন তিনি।

ব্যাট হাতে বছরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন সুমন গিরিল শ্রীলংকা বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সেঞ্চুরি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে পঞ্চম ভারতীয় পুরুষ বেচার হিসেবে করেছেন ডাবল সেঞ্চুরি, কেউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতেও এসেছে তার ব্যাথ থেকে শতরান।

আমেদাবাদ টেস্টে সেঞ্চুরি করেছেন তিনি অর্থাৎ একই বছরে ক্রিকেটের তিনটি ফরমেটে সেঞ্চুরি করার নজির গড়েছেন সুমন। এক বছরে তিনটি ফরমেটে সেঞ্চুরি করার নজির রয়েছে রোহিত শর্মা এবং সুরেশ রায়না।

এছাড়াও ২৪ বছর বয়স হওয়ার আগেই টেস্টে শতরাং হাকিয়েছেন শুভমান গিল এই নজির রয়েছে শচীন তেন্ডুলকর ,বিরাট কোহলি মনসুর আলী খান পতৌডি সহ ভারতের ব্যাটসম্যানদের আর এই তালিকার সংযোজিত হয়েছে শুভমানের নামও সবমিলিয়ে 2023 সালের এখনো পর্যন্ত ভারতীয় পুরুষ ব্যাচারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন তিনি ২০২৩ এর শুরুটা যে শুভমনের জন্য বেশ ভালই হয়েছে তা বলা বাহুল্য।

ট্রেন্ডিং খবর