এখন ভারত : কেকে মারা গিয়েছেন এ কথা তাঁর ভক্তদের কাছে এক দুঃস্বপ্নের মতো। তাও আবার কলকাতাতেই তাঁর জীবনের শেষ কনসার্ট। এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কবিরাজ বাগান, মুরারী পুকুরের এবারের দুর্গাপুজোর থিম সঙ্গীতশিল্পী কে কে।
পুজোর উদ্যোক্তা ১৪ নম্বর ওর্য়াডের তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তী বলেন, ‘৩১ মে আমাকেও কলেজের থেকে কার্ড পাঠিয়েছিল। কিন্তু যেতে পারিনি। আফশোস রয়ে গেল। তাই থিম কেকে। নজরুল মঞ্চ বানানো হবে। সেখানে কে কে’র মডেল থাকবে। কে কে’র গান চলবে।’ এই ওয়ার্ডেই স্যার গুরুদাস মহাবিদ্যালয় যে কলেজের অনুষ্ঠানে নজরুল মঞ্চে কেকে’র জীবনের শেষ কনসার্ট হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, ৩০ ও ৩১ মে, কলকাতায় এই ২ দিন কেকে-র অনুষ্ঠান ছিল। দ্বিতীয় দিনের অনুষ্ঠান ছিল নজরুল মঞ্চে। আয়োজন করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। গুরুদাস কলেজের ফেস্টে আমন্ত্রিত ছিলেন তিনি। সেই অনুষ্ঠানে কার্যত জনসমুদ্র দেখেছিল কলকাতা। ভিড়ের চাপে কাজ করছিল না এয়ার কন্ডিশনার। সেখানেই অনুষ্ঠানের পরই অসুস্থ হয়ে পড়েন কেকে। হোটেলে ফিরে সোফায় বসতে গিয়ে পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, ততক্ষণে তিনি মারা গিয়েছেন।