এখন ভারত : জীবনে চলতে গেলে টাকার প্রয়োজন হয়, এ কথা সবাই জানি। কিন্তু চলার পথে এমন কিছু ঘটনা ঘটে যা টাকা থাকলেও কেনা যায় না বা ঘটানো সম্ভব নয়। যার কাছে কোটি টাকাও তুচ্ছ মনে হবে। তেমনই এক মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাবা এবং তাঁর ছেলে মুখোমুখি।
আসলে বাবা-ছেলে দু’জনেই রেলকর্মী। বাবা রেলের গার্ড। আর ছেলে টিকিট পরীক্ষক। বাড়িতে দু’জনেরই দেখা হয় ঠিকই। কিন্তু কর্মসূত্রে তাঁরা কখনও এইভাবে মুখোমুখি হবেন তা হয়তো বাবা-ছেলে নিজেরাই কল্পনা করতে পারেননি। আর তাই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন ছেলে।
বাবা-ছেলে দু’জনেই কাজে ছিলেন। কাকতালীয়ভাবে, দু’জনের ট্রেনই একই সময়ে পরস্পরের বিপরীত মুখে যাচ্ছিল। দুজনের ট্রেন পাশাপাশি আসতেই চলন্ত ট্রেন থেকেই বাবার সঙ্গে নিজস্বী তুললেন ছেলে। যা এক অমূল্য মুহূর্তের সাক্ষী হয়ে রইল।
ছবিটি নেটমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এক টুইটার গ্রাহক মন্তব্য করেছেন, ‘এটি বিশ্বের অন্যতম মূল্যবান সেলফি।’ অপর একজন লিখেছেন, ‘দুর্দান্ত মুহূর্ত, কোনও মূল্য দিয়ে যার বিচার করা যায় না।’