এখন ভারত: বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। আজকাল দার্জিলিঙে তিনি নতুন ছবির শুটিং করছেন। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে দার্জিলিঙের ঠান্ডায় ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।
ভিডিওতে দেখা যাচ্ছে, করিনা তাঁর সহ-অভিনেতা বিজয় ভার্মা এবং তাঁদের মেক-আপ আর্টিস্ট ঠান্ডায় জ্যাকেট ও কোট পরে বসে আছেন। সবার সামনে চেয়ারে ফ্রেঞ্চ ফ্রাই রাখা। একে একে সবাই ফ্রাই খাচ্ছেন আর ঠাণ্ডা উপভোগ করছেন। করিনা ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘ঠান্ডা হলে…আপনি জানেন কী করবেন…ফ্রেঞ্চ ফ্রাই খান, ওহ এতে চাট মশলা এবং লাল মরিচ দিয়ে নিন।’
করিনার ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেক ভক্ত এই ভিডিওতে মন্তব্য করছেন। কেউ তাকে তার প্রিয় খাবার জিজ্ঞাসা করেছেন তো কেউ লিখেছেন, ‘এখন আমারও খিদে পাচ্ছে।’ অনেকে আবার করিনাকে দার্জিলিং যাওয়ারও পরামর্শ দিচ্ছেন।
প্রসঙ্গত, আজকাল করিনা কাপুর খান সাসপেক্ট এক্সের ভক্তি ছবিতে কাজ করছেন। এই ছবির মাধ্যমে তাঁর ডিজিটালে অভিষেক ঘটছে। নেটফ্লিক্সের এই ছবি পরিচালনা করছেন সুজয় ঘোষ। এর আগে সুজয়ের সঙ্গে হাঁটার সময়ও একটি ছবি শেয়ার করেছিলেন তিনি