দাঙ্গার আগাম খবর দিলেই পুরস্কার দেবে সরকার, ঘোষণা মমতার

Follw Us Now

 এখন ভারত : রামপুরহাটকাণ্ডের পুনরাবৃত্তি রুখতে এবার অভিনব পদক্ষেপ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত রাজ্যের যুবকদের জন্য বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এবার কেউ পুলিশকে দাঙ্গা বা গণ্ডগোলের আগাম খবর দিলে পুরস্কার দেবে সরকার।

রবিবার শিলিগুড়িতে প্রশাসনিক জনসভায় এই ঘোষণাই করলেন তিনি।

উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে শিলিগুড়ির উত্তরা ময়দানে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেন তিনি। এই অনুষ্ঠান থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের জন্য ১১টি প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। উঠে আসে বগটুইয়ের কথা। 

মমতা জানান, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন এখানে ওখানে লাইন কেটে দিয়ে যেত। রেল লাইন কেটে দুর্ঘটনা ঘটানোর ষড়যন্ত্র করা হতো। তিনি দাবি করেন, স্থানীয় যুবকদের তিনি বলে রাখতেন। এই খবর কেউ আগে থেকে দিলে তাঁকে পুরস্কৃত করা হবে। তেমন হলে সরকারি চাকরি দেওয়া হবে তাঁকে। চাকরি দিয়েওছেন বলে দাবি।

এদিন অনুষ্ঠানে মমতা এও বার্তা দিলেন,  ‘কেউ যদি কোথাও কোনও গোলমাল হতে পারে বলে খবর পান তাহলে পুলিশকে জানান। আগাম খবর দিলে পুরস্কার পাবেন। এখন সবার হাতে স্মার্টফোন। ছবি তুলে রাখার পরামর্শ দিলেন। এরপর তা  হোয়াটসঅ্যাপে তাঁকে পাঠাতে বললেন। এ

মমতা আরও জানান, ‘দিদিকে বলো’ কর্মসূচির মতো একটি কর্মসূচি আনতে চলেছে রাজ্য সরকার। যাতে যে কেউ ফোন করে সরাসরি খবর দিতে পারেন বা নিজের অভিযোগ জানাতে পারেন।

ট্রেন্ডিং খবর