এখন ভারত : উত্তর ভাসিয়ে দিলেও দক্ষিণে এখনও পর্যন্ত তেমনভাবে এর দেখা নেই। তবে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। বাকি জেলায় আকাশ থাকবে মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ু ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে। আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি অংশ ঝাড়খন্ড এবং বিহার-সহ পূর্ব ভারতের বেশিরভাগ অংশেই মৌসুমী বায়ু প্রবেশ করতে চলেছে। তবে আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মেঘলা আকাশ থাকবে। পূর্ব মেদিনীপুর, দূই ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে আজও অতিভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। একইসঙ্গে ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, মালদহ এবং দুই দিনাজপুরে।