ডাফলিওয়ালে’ গানে কর্ণ জোহারের সঙ্গে পা মেলাচ্ছেন রণবীর ও নীতু সিং, ভাইরাল ভিডিও

Follw Us Now

 ‘

                   

 এখন ভারত :    বৃহস্পতিবার             পরিচালক ও প্রযোজক কর্ণ জোহরের ৫০ বছরের জন্মদিন উপলক্ষ্যে যশ রাজ স্টুডিওসে তারকাখচিত জন্মদিনের পার্টি হয়। সেখান থেকে একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কোথাও দেখা যাচ্ছে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির গানে পা মেলাচ্ছেন শাহরুখ খান। তো কোথাও আবার ডাফলি বাজাচ্ছেন রণবীর সিং।

এরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রণবীর সিংকে ‘ডাফলি’ বাজাতে দেখা যাচ্ছে। আর সেই বিখ্যাত ‘ডাফলিওয়ালে’ গানে পা মেলাচ্ছেন বার্থ ডে বয়। পরিচালকের সেই নাচ ভাইরাল হয়েছে। ভিডিওয় স্টেজের এক কোণে বসে থাকতে দেখা যাচ্ছে ‘গালি বয় রণবীর সিং’কে। সেখানে বসেই ডাফলিতে মন দিয়েছেন তিনি। আর সেই গানে নাচে মত্ত কর্ণ জোহর। পাপারাৎজিরা ব্যস্ত ছবি ভিডিও করতে। আরেকটি ভিডিওয় ‘ডাফলিওয়ালে’ গানে নাচতে দেখা যাচ্ছে কর্ণ জোহর ও রণবীর সিংকে। সেই গানে নীতু সিংও পা মেলান।

সোশ্যাল মিডিয়ায় কর্ণের জন্মদিনের পার্টির বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে জন্মদিনের পার্টিতে ডান্স ফ্লোর মাতাচ্ছেন কিং খান। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির ‘কোই মিল গয়া’ গানে নাচে ঝড় তুলেছেন তিনি। সেই ভিডিও অবশ্য নিমেষেই ভাইরাল হয়েছে।

ট্রেন্ডিং খবর