এখন ভারত : পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চার সদস্য-সহ মোট পাঁচজনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে। ডাম্পারের সঙ্গে টোটোর সংঘর্ষের এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বর্ধমান বোলপুর জাতীয় সড়কের ঝিঙ্গুটিতে। মৃতদের নাম গঙ্গা সাঁতরা, সরস্বতী সাঁতরা, সীমা সাঁতরা,মামণি সাঁতরা। এঁরা প্রত্যেকে একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টোটোচালক মইনউদ্দিন মিদ্যারও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর পাঁচটা নাগাদ একটি টোটোতে চেপে ওই পরিবারের চার জন মাছ ধরার জন্য যাচ্ছিলেন। এঁদের বাড়ি পূর্ব বর্ধমানের পালিতপুর গ্রামে। টোটোচালক মইনউদ্দিন সিজেপাড়ার বাসিন্দা। টোটোটি বর্ধমান সিউড়ি রোডে উঠতেই গুসকরার দিক থেকে একটি পাথর বোঝাই ডাম্পার সজোরে এসে ধাক্কা মারে তাতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটোচালক-সহ পাঁচ জনের। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ মর্গে। আটক করা হয়েছে ঘাতক ডাম্পারটিকেও। তবে ডাম্পারের চালক ও খালাসি পলাতক বলে খবর। তাদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।