এখন ভারত: সদ্য মুক্তি পাওয়া ছবি ‘বেলাশুরু’-র গান ‘টাপা টিনি’ ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মোবাইলের রিংটোন হয়ে উঠেছে নতুন এই গানটি। এই গানের জনপ্রিয়তা এখন এতই যে সচেতনতা প্রচারে ক্রাইম ইনভেস্টিগেসন ডিপার্টমেন্ট এই গান ব্যবহার করবে। তবে এবার এক ক্যান্সার আক্রান্ত খুদেকে ওই গানে পা মেলাতে দেখা গেল।
সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও শেয়ার করেছে ব্রেন ক্যানসারে আক্রান্ত পুটুসের পরিবার। তবে সেই ভিডিও দেখে মন খারাপের সঙ্গে সঙ্গে মন ভালোও হয়ে যায়। নাকে, মাথায় নল লাগানো একরত্তি পুটুস ‘টাপা টিনি’র সঙ্গে অল্প অল্প নাচছে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, ‘ওর নড়াচড়া বা অন্যান্য কাজ অনেক বেড়েছে। ওপর থেকে দেখলে অনেক বেশি সুস্থ মনে হচ্ছে ওকে। মনের খুশিতে ইনি বিনি টাপা টিনির তালে নেচেই চলেছে। কাল আমরা দেখে অবাক হয়ে গেছি যে ও নাচের সময় পাও নাড়াচ্ছে, যেটা ও অনেকদিন করেনি।’
ইতিমধ্যেই দুটি পোস্টার বানিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তকে শ্রদ্ধা জানানো হয়েছে। সেইসঙ্গে লেখা হয়েছে, এইবার সাইবার ক্রাইম সতর্কতার ‘বেলাশুরু’। দ্বিতীয় পোস্টারে বানিয়ে ফেলা হয়েছে একটি কার্টুন। তার নাম দেওয়া হয়েছে ‘চিনি’। সেই চিনি আবার নাচ করছে টাপা টিনির তালে। আর সেই কার্টুনই সচেতনতা প্রচারে পরিবর্তিত ‘টাপা টিনি’ গানটি গাইবে।