জামাইষষ্ঠীতে রাজ্যে ‘রেকর্ড’ হারে মদ বিক্রি

Follw Us Now

এখন ভারত : চলতি বছরের জামাইষষ্ঠীর দিন রাজ্যে এক অভিনব রেকর্ড তৈরি হল। জানা গিয়েছে, ওই বিশেষ দিনে রাজ্যে বিপুলহারে মদ বিক্রি হয়েছে। ওইদিন মদ বিক্রির নিরিখে কলকাতাকে পিছনে ফেলে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর। 

দুর্গাপুজো, বড়দিন, বর্ষবরণের পাশাপাশি এবার জামাইষষ্ঠীর দিনটিও রেকর্ড মদ বিক্রির দিনের তালিকায় ঢুকল। মদের দামে আবগারি শুল্ক কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর রাজ্যে বিলিতি মদের দামও নাগালের মধ্যে এসেছে। বেড়েছে মদ বিক্রির হারও। 

এদিকে, আবগারি দফতরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে শুধুমাত্র জামাইষষ্ঠীর দিনেই পূর্ব মেদিনীপুরে মোট ৪,৮০,৭৫,৮০৫ টাকার মদ বিক্রি হয়েছে। যার মধ্যে দেশি মদ রয়েছে ৮৪,২২৩ লিটার এবং বিদেশি মদ রয়েছে ২৭,৭৬৬ লিটার। আর মোট ৪৫,৯৬৬ লিটার বিয়ার বিক্রি হয়েছে। পিছিয়ে নেই কোচবিহারও। ওই জেলায় মোট ১,৫৬,১২,৩৪৪ টাকার মদ বিক্রি হয়েছে। যার মধ্যে দেশি মদ রয়েছে ৩৮,৮৮৭ লিটার এবং বিদেশি মদ রয়েছে ৭০২৪ লিটার ও বিয়ার বিক্রি হয়েছে ১২,৫৭৬ লিটার। 

এই বিপুল হারে মদ বিক্রির প্রসঙ্গে আবগারি দফতরের এক কর্তা জানান, ‘সাধারণত বড়দিন ও বর্ষবরণের রাতে আমাদের রাজ্যে মদ বিক্রির পরিমাণ অনেকটাই বাড়ে। তবে, এবার জামাইষষ্ঠীর দিনেও লাফিয়ে বেড়েছে মদ বিক্রির হার। যা দেখে আমরাও অবাক হয়েছি।’

ট্রেন্ডিং খবর