এখন ভারত : মশলার জগতের জনপ্রিয় নাম ধরমপাল গুলাটিকে কে না চেনেন? শুধু দেশেই নয় বিদেশেও তাঁর মশলা যথেষ্ট নাম অর্জন করেছে। এই MDH এর মালিক ধরমপাল গুলাটির কত সম্পত্তি আছে জানেন? আজ তাঁর জীবন সম্পর্কে কিছু না জানা কথাই আপনাদের বলতে চলেছি।
ধরমপাল গুলাটি ২০২০ সালের ৩ ডিসেম্বর ৯৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মশলা কিং নামে পরিচিত ধরমপাল গুলাটির সাফল্য এবং সাফল্যের গল্প আজ মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। ধর্মপাল গুলাটি ১৯১৯ সালে পাকিস্তানের শিয়ালকোটে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর শৈশব কেটেছে দারিদ্র্যের মধ্যে। তাঁর বাবার শিয়ালকোটে একটি মশলার দোকান ছিল। ছোটবেলায় দারিদ্র্যের জন্য তাঁকে পড়াশোনা ছেড়ে দিতে হয়। দেশভাগের সময় ধর্মপাল গুলাটি পাকিস্তান ছেড়ে ভারতে চলে যান। তাঁর বাবার আগে ছোটো দোকান থাকলেও পরে মশলার জগতে বড়ো নাম করেন।
১৯৫২ সালে ধরমপাল গুলাটি দিল্লির চাঁদনি চকে একটি দোকান কিনেছিলেন। অনেক পরিশ্রমের পর ধীরে ধীরে তাঁর দোকানের নাম বিখ্যাত হতে থাকে। এরপর তিনি মশলার কারখানা স্থাপন করেন এবং ধীরে ধীরে মশলার জগতের রাজা হন। ২০১৭ সালের এক রিপোর্ট অনুসারে ধরমপাল গুলাটির এই নেটওয়ার্ক ছিল ২১৩ কোটি টাকার।
মশলার জগতের রাজা ছাড়াও তিনি একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। সমাজসেবা ও দান ধ্যানের কাজে প্রচুর টাকা দিয়ে সাহায্য করতেন। নিজের বাবার নামে একটি দান ট্রাস্টও পরিচালনা করেছেন তিনি। সেই ট্রাস্টটি ২৫০ শয্যার একটি হাসপাতাল পরিচালনা করে যেখানে দরিদ্র পরিবারগুলির বিনামূল্যে চিকিৎসা হয়। এছাড়াও এই ট্রাস্টের একটি স্কুল আছে যা গরিব শিশুদের বিনামূল্যে শিক্ষা দেয়।