জানেন কি ক্যান্সার রোধে কেমোথেরাপির চেয়েও কার্যকরী লেবু জল

Follw Us Now

 

এখন ভারত : সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড কলেজ অব মেডিসিনের এক গবেষণায় দাবি করা হয়েছে, ক্যান্সার রোধে কেমোথেরাপির চেয়ে হাজার গুণ ভালো কাজ করে লেবু মিশ্রিত গরম জল। একই দাবি রুশ গবেষক গুপ্তপ্রসাদ রেড্ডিরও। তিনি মস্কোর ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত। গুপ্তপ্রসাদের দাবি, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়। মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে। 

মাত্র ২টি উপায় অনুসরণ করলেই মানুষ বাঁচতে পারবে ক্যান্সার থেকে। তার মধ্যে একটি হল- চিনি খাওয়া ছেড়ে দেওয়া। কারণ, শরীর চিনি না পেলে ক্যান্সার সেলগুলো প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যায়।

দ্বিতীয় উপায়টি হল- এক গ্লাস গরম জলে একটি লেবু চিপে মিশিয়ে নিতে হবে। টানা ৩ মাস সকালে খালি পেটে সেই জল খেতে হবে। চিনি বাদ দিয়ে এটি খেলে ক্যান্সার কোষ ঘায়েল হবে বলে মেরিল্যান্ড কলেজ অব মেডিসিনের গবেষণায়ও দাবি করা হয়েছে।

ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে রাশিয়ান গবেষক ডা. গুপ্তপ্রসাদ অর্ধযুগ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করে আসছেন যে, চিনি ছেড়ে নিয়মিত লেবু জল পান করলে ক্যান্সার দূর হবে। 

ট্রেন্ডিং খবর