এখন ভারত : টিউমার অপারেশনে বড় সাফল্য পেলেন কালনায় বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা ৷ অস্ত্রোপচার করে এক মহিলার জরায়ু থেকে ৫ কেজি ওজনের টিউমার বের করলেন তাঁরা। মঙ্গলবার অস্ত্রোপচার করা হয়েছে। কালনা শহরের নিউ লাইফ নার্সিংহোমে অস্ত্রপ্রচারটি করেন গাইনো সার্জেন ডাঃ শমীক মিদ্দা। সহকারি হিসাবে ছিলেন ডাঃ কৃষ্ণেন্দু পাল।
জানা গিয়েছে, হুগলি জেলার পান্ডুয়া থানার বলরামপুর গ্রামের বাসিন্দা ৪৭ বছরের র জরায়ুতে টিউমার হয়। সম্প্রতি তিনি যন্ত্রণা ও রক্তস্বল্পতায় ভুগছিলেন। দিন কয়েক ধরে পেটে ব্যথা না কমায় অবশেষে চিকিৎসকের দ্বারস্থ হন ওই গৃহবধূ। শারীরিক পরীক্ষার পর তাঁর জরায়ুতে টিউমার ধরা পড়ায় চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দেন। সেইমতো দেড় ঘন্টার অস্ত্রোপচারে ডাঃ শমীক মিদ্দা দক্ষতার সঙ্গে টিউমারটি বাদ দিতে সক্ষম হন। বর্তমানে মহিলা ভালো আছেন বলে খবর পাওয়া গেছে।