এখন ভারত : দোকানে-বাজারে, ট্রেনে-বাসে ছোটো ১ টাকার কয়েন নিয়ে অনেককেই নাজেহাল হতে হয়েছে। ইদানিং কলকাতা পেরিয়ে জেলার দিকে গেলে ছোটো ১ টাকার কয়েন নিতে অস্বীকার করছেন বেশ কিছু দোকানদার ও গাড়ির চালকেরা। ফলে অনেককে অহেতুক হয়রানির শিকার হতে হচ্ছে।
বেশ কিছুদিন আগে ১০ টাকার কয়েন নিয়েও দেশজুড়ে এমন এক ব্যাপার ঘটেছিল। এবার ১ টাকার কয়েন নিয়েও সেই কাণ্ড ঘটছে। আরবিআই এর নিয়মে বলা রয়েছে, পোস্ট অফিস ও ব্যাঙ্ক দেশে চালু সবরকম নোট ও কয়েন নেয়। তাই কেউ পোস্ট অফিসে ১ টাকার কয়েন জমা করতে পারেন। আবার চাইলে কেউ পোস্ট অফিস থেকে পোস্ট কার্ড, স্ট্যাম্প ইত্যাদিও ছোটো ১ টাকার কয়েন দিয়ে কিনতে পারেন।
২০১৯ সালের ২৬ জানুয়ারি আরবিআই এক বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষের উদ্দেশে আবেদন করে বলে, কোনওরকম গুজবে কান না দিয়ে সকলে যেন চালু থাকা সবরকমের কয়েন নেন। অর্থাৎ আরবিআই এর জারি করা সব কয়েন দেশে এখনও পুরোপুরি বৈধ। ফলে এগুলি দেশের যে কোনও স্থানে সকলে নিতে বাধ্য।