এখন ভারত : ডাকতেন ভাই বলে , আর তাঁকেই বিয়ে করলেন কিনা স্বরা ভাস্কর (Swara Bhasker)। বিয়ের খবর দেওয়ার পরই স্বরা ভাস্কর এর পুরনো টুইট ভাইরাল হতেই, তোলপাড় নেটপাড়ায়।দু’টি মানুষকে মিলিয়ে দিল রাজনৈতিক মঞ্চ। কোর্টে গিয়ে খাতায়-কলমে বিয়ে সারলেন স্বরা ভাস্কর। পাত্র, রাজনৈতিক নেতা। সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। লাল সাদা কম্বিনেশনের পোশাক পরেছিলেন দুজনেই, গলায় বরমালা। তাঁদের বিয়ের প্রথম ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইনস্টা স্টোরিতে মেহেন্দির ছবি শেয়ার করেন স্বরা। মিছিলে গিয়ে প্রেমে পড়েছিলেন। ‘লাভ ইউ’-এর পরিবর্তে ‘ইনকিলাব’ দিয়েই প্রেমের সূত্রপাত। এবার খাতায়-কলমে বিয়ে সারলেন স্বরা ভাস্কর। সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট ফাহাদ আহমেদকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন অভিনেত্রী। ৬ জানুয়ারি স্পেশ্যাল অ্য়াক্টে আদালতে বিয়ের রেজিস্টার করে, ১৬ ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরে ফেললেন স্বরা। পাত্র সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। সোশ্যাল মিডিয়ায় এই বিয়ের খবর সামনে আসতেই হইচই। নেটিজেনের একাংশ যেমন শুভেচ্ছা জানিয়েছেন স্বরাকে। তেমনই কটাক্ষ শুনতে হয়েছে তাকে , মুসলিম ঘরে বিয়ে করেছেন স্বরা ভাস্কর। বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই যেমন শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গিয়েছে, ঠিক তেমনই কটাক্ষও শুনতে হয়েছে বলিউড অভিনেত্রীকে। ধর্মনিরপেক্ষ দেশ হলেও আজও সমাজে হিন্দু-মুসলিম বিয়ের ক্ষেত্রে অনেকেরই ভ্রু আন্দোলিত হয়। স্বরার ক্ষেত্রেও তার অন্যথা হল না। তবে ধর্ম বাঁধ মানেনি স্বরা-ফাহাদের ভালবাসায়। আর সেই প্রেক্ষিতেই ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’কে কুর্নিশ জানান স্বরা ভাস্কর। বিশেষ দিনের একাধিক ছবিও শেয়ার করেছেন স্বরা। রেজিস্ট্রির ফর্মে সইয়ের ভিডিয়ো শেয়ার করেন। বিয়ের সময় অভিভাবকদের জড়িয়ে কেঁদে ফেলার মুহূর্তও রয়েছে সেখানে। ফাহাদকে আলিঙ্গন করে হাতের উজ্জ্বল হিরে আংটি দেখান তিনি। লিখলেন, ‘টুওয়ার্ডস ফরেভার।’ ইতিমধ্যেই তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন নেটিজেনরা।
ছিল ‘ভাই’ হল ‘বর’! ‘ভাই’কে বিয়ে করলেন স্বরা ভাস্কর! ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’কে কুর্নিশ
- Admin
- February 17, 2023
- 12:09 pm
Follw Us Now
- Admin
- February 17, 2023
- 12:09 pm
- No Comments
ট্রেন্ডিং খবর
মুম্বইগামী বিমানে অন্য অভিজ্ঞতার সাক্ষী টলি অভিনেত্রী শ্রীলেখা
October 29, 2023
কল ফরোয়ার্ডিং’ নতুন স্ক্যাম নিয়ে জোর চর্চা , সাবধান হন এখনই
October 29, 2023
ভাইরাল খবর