এখন ভারত : আপনি কি জানেন চালক ছাড়াও রিকশা চলতে পারে? শুনতে কিছুটা অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হলেও ঠিক এরকমই এক ঘটনা এবার সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, কোনো চালক ছাড়াই অবলীলায় রিকশা চলছে। এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরালও হয়েছে। যা দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ। অনেকেই ওই রিকশাটিকে ‘ভুতুড়ে রিকশা’ হিসেবেও চিহ্নিত করেছেন। যদিও, ওই ঘটনার আসল কারণ জানলে সকলেই অবাক হবেন।
সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি রিকশা দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আচমকা নিজে নিজে চলতে শুরু করে। একটা সময় পর সেটি ভিড়ে ঠাসা রাস্তার মাঝে পৌঁছে যায়। এদিকে এই অদ্ভুত কান্ড দেখে সেখানে উপস্থিত কিছু মানুষ চিৎকার করে ওঠেন। কিছুক্ষণ পরই আবার রিকশাটি নিজের জায়গায় ফিরে আসে।
আসলে, রিকশাটি যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে বৃষ্টি ও তুমুল ঝোড়ো হাওয়ায় কোনো চালক না থাকায় সেটি হাওয়াতেই চলতে শুরু করে এবং রাস্তার মাঝখানে পৌঁছে যায়। আবার হাওয়াতেই সেটি আগের জায়গায় ফিরে আসে। শেষে এক ব্যক্তি রিকশাটিকে ধরে নেন। ভিডিওটি @এল সকার ওয়ার্ল্ড নামে এক টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে, ‘অটো ভয়েস কমান্ড এবং অটো পার্কিং সহ টেসলা রিকশা!’ তবে জানা গিয়েছে, এই ঘটনাটি শিলিগুড়ির কোনো এক অংশের। ভিডিওতে নেটিজেনরাও নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।