এখন ভারত : ‘কালই তো নিলাম আয়োজিত হল। আর আজই ম্যাচও চালু হয়ে গেল? দারুণ তো। তোমার ব্যাটিং দারুণ উপভোগ করেছি।’ সাধারণ এক তরুনী ব্যাটে যেভাবে ঝড় তুলেছেন তা দেখে প্রশংসায় পঞ্চমুখ খোদ শচীন তেন্ডুলকর। ভাবতে পারছেন ক্রিকেটে কতটা পারদর্শী হলে ক্রিকেটের মতো খেলায় শচিন তেন্ডুলকরের প্রশংসা পাওয়া যায়।
অবশ্য বাহবা জানাতেই হবে। কারণ কথাই বলে, প্রতিভা কখনও চেপে থাকে না। বিশ্বের যেকোনো প্রান্তে যে কোন কোনায় থাকলেও সুপ্ত প্রতিভা একদিন না একদিন জেগে উঠবেই। আগ্নেয়গিরির মতো জেগে ওঠা এই প্রতিভাকে চাক্ষুষ করেছে শচীন। আর তা ছড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। নিমেষেই ভাইরাল হয়ে পড়েছে।
কোনও চেনা-জানা পরিচিত তারকা নয়, এক তরুণীর ব্যাটিংয়ে মুগ্ধ সচিন। ওই তরুণীর বড় শট হাঁকানোর প্রতিভা সচিনের দারুণ ভালো লেগেছে। ২২ গজের মধ্যে নয়, সোশ্যাল মিডিয়ায় শচিনের শেয়ার করা ভিডিওতে তরুণী ধুলো ভরা মাঠেই ব্যাট হাতে অবলীলায় একের পর এক শট মারছেন। যা দেখে সচিন নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কালই তো নিলাম আয়োজিত হল। আর আজই ম্যাচও চালু হয়ে গেল? দারুণ তো। তোমার ব্যাটিং দারুণ উপভোগ করেছি।’
উল্লেখ্য, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ধুমধাম করে মহিলা প্রিমিয়ার লিগের নিলাম আয়োজিত হয়েছে। জানা গিয়েছে, সেখানে প্রথম খেলোয়াড় হিসেবে স্মৃতি মান্ধানার নাম নিলামে ওঠে। ভারতের তারকা ওপেনারকে ৩.৪ কোটি টাকা মূল্যে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
মহিলা প্রিমিয়ার লিগ নিলামে তিনিই সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার। স্মৃতি বিরাট দামে বিক্রি হওয়ায় শুধু তিনি নন, উচ্ছ্বসিত তাঁর ভারতীয় সতীর্থরাও।
প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে দক্ষিণ আফ্রিকায়। সেখানেই রয়েছেন ভারতীয় মহিলা দলের নির্ভরযোগ্য ক্রিকেটার স্মৃতি। আগামী দিনে যিনি ক্রিকেট দুনিয়ায় ঝড় তুলবেন বলে অনেকেরই আশা।