নতুন চাকরিতে জয়েন করার কয়েক মাসের মধ্যেই আরেকটি দারুণ চাকরির সুযোগ পেলে অনেকেই হাতছাড়া করতে চান না। তাই নতুন চাকরির সঙ্গে সঙ্গে স্যালারি অ্যাকাউন্টও বদলাতে হয়। ঘন ঘন চাকরি বদল করলে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সতর্ক হন। নিয়ম অনুযায়ী, যদি কোনও ব্যক্তির কোনও এক ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট থাকে, তবে তাঁকে আর দ্বিতীয় অ্যাকাউন্ট খোলা যায় না। যদি স্যালারি অ্যাকাউন্টে নিয়মিত টাকা জমা না পড়ে, তবে আপনাকে অ্যাকাউন্টটি ফের চালু করার জন্য মোটা অঙ্কের জরিমানাও দিতে হবে।
তাছাড়া স্যালারি অ্যাকাউন্ট সব সময়ই “জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট” হয়। পরপর তিন মাস যদি সেই অ্যাকাউন্টে টাকা না ঢোকে, নিয়ম অনুযায়ী, সেই অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে রূপান্তরিত হয়। প্রতিটি সেভিংস অ্যাকাউন্টেই ন্যূনতম ব্যালেন্স রাখতেই হয়। যদি অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকে, তবে ব্যাঙ্ক প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্ক অ্যাকাউন্ট থেকে জরিমানা বাবদ কেটে নেবে। এছাড়া অ্যাকাউন্ট খুলতে ব্যাঙ্ক অতিরিক্ত কোনও চার্জ না নিলেও, ডেবিট কার্ড-চেকবুক সহ একাধিক পরিষেবার জন্য বার্ষিক অঙ্ক কেটে নেওয়া হয়।।