গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব রাহুল গান্ধী

Follw Us Now

এখন ভারত : গত এক সপ্তাহে জ্বালানি গ্যাসের যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে তা নিয়ে মাথায় হাত মধ্যবিত্তদের। এবার সেই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার দিল্লির বিজয় চক্রে কর্মসূচিতে তিনি শামিল হন এবং এই কর্মসূচিতে শামিল হয়ে তিনি অভিযোগ করেন এই সরকারের মূল উদ্দেশ্যই হলো সাধারণ মানুষের টাকা নিয়ে তা  শিল্পপতির হাতে তুলে দেয়া এবং তাদেরকে আরো কোটিপতি করে তোলাই এই সরকারের মূল উদ্দেশ্য, আর এই কারণে আমাদের দেশে লাগাতার পেট্রোলের দাম লাগামছাড়া হয়ে চলেছে। এদিন তিনি আরও বলেন গত ১০ দিনে  ৯ বার দেশে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে আর যার প্রভাব পড়েছে মধ্যবিত্তের উপর। আমাদের দাবি দেশে যেভাবে পেট্রোল-ডিজেলের এবং জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে তা খুব দ্রুতই নিয়ন্ত্রণ করতে হবে। এর আগে কখনোই এইভাবে জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি হয়নি এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে কংগ্রেস কর্মীরা। বৃহস্পতিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লিখেছে নরেন্দ্র মোদির দুর্বল শাসনের অন্ধকার দিন। রাজ্যে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি দাড়ি টানতে হবে বসতে হবে বৈঠকে মানুষের দুঃখকষ্টকে বুঝতে হব। প্রিয় প্রধানমন্ত্রীর সময় যে ফুরিয়ে এলো একটা কোন সমাধান খুঁজে আনুন।
  রাজ্যে এই প্রথম লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১১ টাকা এর আগে অর্থাৎ নভেম্বরে রাজ্যে লিটারপ্রতি পেট্রোলের দাম ছিল ১১০ টাকা ৪৯ পয়সা অর্থাৎ বলাই বাহুল্য রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম ধরাছোঁয়ার বাইরে। তবে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত মধ্যবিত্তদের

ট্রেন্ডিং খবর